Thank you for trying Sticky AMP!!

বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায় গণতন্ত্র মঞ্চ

একাধিকবার সভা করলেও যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে এখনো ‘যৌথ ঘোষণাপত্র’ চূড়ান্ত করতে পারেনি বিএনপি ও সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ঘোষণাপত্রের খসড়া দেওয়া হয়েছে। বিষয়টি এখন ঝুলে আছে বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায়। দলের সর্বোচ্চ পর্যায়ে আলাপ-আলোচনা করে নিজেদের মতামত জানাতে সময় নিচ্ছে বিএনপি।

গত ৩০ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি দিয়ে বিএনপিসহ সরকারবিরোধী সব দল ও জোট যুগপৎ কর্মসূচি পালন শুরু করে। প্রথম কর্মসূচির আগেই বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের ভিত্তি চূড়ান্ত করতে চেয়েছিল গণতন্ত্র মঞ্চ। সেটি না হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে তা করতে চেয়েও পারা যায়নি। মূলত বিএনপির পক্ষ থেকে দলটির নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত না জানানোয় দীর্ঘ সময় চলে গেছে।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে তো একটা খসড়া বিএনপিকে দেওয়া হয়েছে। লিয়াজোঁ কমিটির সদস্যরাও একমত হলেন। ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত করার কথা ছিল
মাহমুদুর রহমান মান্না, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের সভাপতি

গণতন্ত্র মঞ্চের দুজন নেতা প্রথম আলোকে বলেন, গণতন্ত্র মঞ্চের দেওয়া খসড়া ঘোষণাপত্রের অধিকাংশ বিষয়ের সঙ্গেই বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা একমত হয়েছেন। দু-তিনটি বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপত্তির বিষয়গুলো বাদ রেখেই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

১০ দফা দাবি আদায়ে যশোর জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি। সারা দেশে এমন কর্মসূচি পালন করে চলেছে দলটি
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গত ১৮ মার্চ পৃথক সমাবেশ করেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের নেতারা মনে করেন, ঘোষণাপত্রের ভিত্তিতে আন্দোলন হলে তা আরও গতি পাবে।

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রথম আলোকে বলেন, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে তো একটা খসড়া বিএনপিকে দেওয়া হয়েছে। লিয়াজোঁ কমিটির সদস্যরাও একমত হলেন। ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত করার কথা ছিল।

যুগপৎ আন্দোলনে বিএনপির দাবি ১০ দফা এবং রাষ্ট্রমেরামত বা সংস্কারের ব্যাপারে ২৭ দফা প্রস্তাব করেছে দলটি। আর গণতন্ত্র মঞ্চের সংস্কারের রাজনৈতিক কর্মসূচিসহ ১৪ দফা দাবি দিয়েছে। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের দাবি এবং রাষ্ট্র সংস্কারের ব্যাপারে রাজনৈতিক কর্মসূচি যা দেওয়া হয়েছে, তাতে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের প্রস্তাবে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্য দূর করে সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচিভিত্তিক ঘোষণাপত্র তৈরি করতে উদ্যোগ নেওয়া হয়।

Also Read: বিএনপির সঙ্গী হতে চায় না সিপিবি-বাসদের বাম জোট

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মূল দাবির বাইরে বিএনপির বাকি দাবিগুলো মানবাধিকার, সুশাসন, আইনশৃঙ্খলাসংক্রান্ত এবং তাদের দলীয় নেতা-কর্মীদের মুক্তির বিষয় নিয়ে। গণতন্ত্র মঞ্চের ১৪ দফায় রয়েছে—সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, সংবিধানের ৭০তম অনুচ্ছেদের সংশোধন করে সরকার গঠনে আস্থা ভোট ও বাজেট পাস ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষমতা রাখাসহ বেশ কিছু দাবি।

রাজধানীতে গণতন্ত্র মঞ্চের কর্মসূচি

বিএনপি গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রমেরামতের রূপরেখার ২৭ দফা প্রস্তাব ঘোষণা করে। সেখানে তারা সংবিধান সংস্কার কমিশন, জাতীয় সমঝোতা কমিশন, জুডিশিয়াল কমিশন, প্রশাসনিক কমিশন, মিডিয়া কমিশন, অর্থনৈতিক সংস্কার কমিশন করবে বলে ঘোষণা করেছে। বিএনপির রাষ্ট্রমেরামতের রূপরেখার বেশ কিছু বিষয় গণতন্ত্র মঞ্চের ১৪ দফাতেও রয়েছে।

আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করতে সাত সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি। গত ২৮ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। এরপর ফেব্রুয়ারি ও মার্চেও বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণতন্ত্র মঞ্চের একাধিক বৈঠক হয়। এসব বৈঠকে গণতন্ত্র মঞ্চের দেওয়া খসড়া ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়।

Also Read: তবু বিএনপি ইসির সঙ্গে বসুক

গণতন্ত্র মঞ্চের নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রথম আলোকে বলেন, ‘দ্রুত ঘোষণাপত্র চূড়ান্ত করতে চেয়েছিলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ মাসও চলে যাচ্ছে। বিএনপির মতামতের অপেক্ষা করছি। রোজার পরে সর্বাত্মক আন্দোলনে যেতে চাই। রোজার মধ্যেই ঘোষণাপত্রের কাজ এগিয়ে নেওয়া হবে।’  

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা জানান, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের মধ্যে কোনো মতপার্থক্য নেই।

Also Read: হঠাৎ বিএনপিকে কেন ইসির আমন্ত্রণ 

সংবিধানের ৭০তম অনুচ্ছেদের সংস্কার, সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতি, সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মতো কিছু বিষয়ে দুই পক্ষ আলোচনা করছে। বিএনপি ও গণতন্ত্র মঞ্চ তাদের নিজ নিজ রাজনৈতিক আদর্শ এবং দল বা জোটের চিন্তা থেকে কিছু দাবি ও সংস্কার প্রস্তাব দিয়েছে।

প্রস্তাবগুলো সমন্বয় করেই ঘোষণাপত্র চূড়ান্ত করার কথা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘ঘোষণাপত্রের বিষয়টি নিয়ে লিয়োজোঁ কমিটি কাজ করছে।’

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গত ১৮ মার্চ পৃথক সমাবেশ করেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের নেতারা মনে করেন, ঘোষণাপত্রের ভিত্তিতে আন্দোলন হলে তা আরও গতি পাবে।