
প্রজাপতির ডানা
চ্যানেল নাইনে ঈদের দিন বেলা তিনটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি প্রজাপতির ডানা। লিখেছেন ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, সুষমা, টাপুর, টুপুর, শাহেদ, তৃপ্তি চক্রবর্তী প্রমুখ। লতা-পাতা দুই যমজ বোন। মা-বাবা আর দাদিকে নিয়ে ওদের ছিল সুখের সংসার। একদিন এক ডাইনি ওদের বাবাকে চুরি করে নিয়ে যায়। ডাইনি তাদের ওপরও অত্যাচার চালায়। লতা আর পাতাকে সাহায্য করতে এগিয়ে আসে তাদের স্কুলের একজন শিক্ষক। তার সহযোগিতায় লতা আর পাতা তাদের বাবাকে খুঁজে পায়। কিন্তু ডাইনির হাত থেকে বাবাকে রক্ষা করা তো আর সোজা কথা নয়!
ক্লিয়ার অ্যাকশন
চ্যানেল নাইনে ঈদের দিন বিকেল পাঁচটা ৫৫ মিনিটে প্রচারিত হবে গেম শো ক্লিয়ার অ্যাকশন। এই অনুষ্ঠানে থাকবেন চলচ্চিত্র, নাটক ও সংগীতজগতের তারকা, করপোরেট, মিডিয়া, মডেল, বিজ্ঞাপননির্মাতা আর টিভি উপস্থাপক। তাঁরা অংশ নেবেন বিভিন্ন গেম ও আড্ডায়। উপস্থাপনা করবেন নাবিলা ও ফয়সাল তিতুমীর। পরিচালনা করবেন রুহুল তাপস, কাজী নাঈম এবং আশিক ইব্রাহীম।
কাক
চ্যানেল নাইনে ঈদের দিন রাত সোয়া নয়টায় প্রচারিত হবে নাটক কাক। লিখেছেন ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। অভিনয় করেছেন ফারাহ রুমা, আনোয়ারুল হক, শ্যামল, মনিকা প্রমুখ। মোশাররফের বিয়ে হয়েছে। স্ত্রী আমেনাকে নিয়ে ঢাকায় এসেছে। রাতের পর রাত আমেনা ঘুমাতে পারে না। ব্যস্ত শহরের সব শব্দ ছাপিয়ে একটা কাকের ডাক আমেনার অসহ্য লাগে। শেষ পর্যন্ত আমেনাকে মোশাররফ গ্রামে দিয়ে আসে। ঢাকায় ফিরে শূন্য ঘরে শুয়ে মোশাররফ যখনই কোনো কাকের শব্দ পায়, বারান্দায় গিয়ে কাকটাকে তাড়িয়ে দেওয়ার জন্য ঢিল ছুড়ে মারে। মোশাররফের বারান্দায় এখন অনেক ঢিল জমা করা আছে।
এন্ড অব এ লাভ স্টোরি
চ্যানেল নাইনে বৃহস্পতিবার বেলা তিনটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি এন্ড অব এ লাভ স্টোরি। লিখেছেন ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্না। অভিনয় করেছেন নিশো, তিশা, ইনামুল হক প্রমুখ। ক্লাসে একেবারেই কোনো মনোযোগ নেই নাভিলের। তার সব মনোযোগ এখন ত্রিনার দিকে। ত্রিনা পড়াশোনায় খুব সিরিয়াস। একদিন ত্রিনা নাভিলের বাসায় যায়। নাভিলের রুমে ঢুকে ত্রিনা অবাক। টেবিলে একটা ডায়েরি। ডায়েরির কয়েক পাতা পড়েই চমকে ওঠে ত্রিনা।
শিউলিতলার প্রেম
চ্যানেল নাইনে ঈদের দিন রাত ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক শিউলিতলার প্রেম। লিখেছেন দিব্যেন্দু উদাস। পরিচালনা করেছেন নরেশ ভূঁইয়া। অভিনয় করেছেন রওনক হাসান, হুমায়রা হিমু, ইনামুল হক, মহিউদ্দিন বাহার প্রমুখ। সিদ্দিক সাহেব উপজেলার চেয়ারম্যান। স্ত্রী সাবিহাও খুবই বিচক্ষণ মহিলা। তাদের একমাত্র সন্তান শিউলি। পড়াশোনায় একেবারেই অমনোযোগী। ফুলের নামে নাম হলেও তার আচরণ একেবারেই উল্টো। মেয়ে হয়েও তার দস্যিপনায় গ্রামের লোকদের ত্রাহি ত্রাহি অবস্থা। এদিকে তার জন্য বাসায় গৃহশিক্ষক রাখা হয়েছে। নাম হাসান। শিউলির জীবন এখন কঠিন অনুশাসনে বন্দী। কিন্তু হাসানকে ছেড়ে দেওয়ার পাত্রী নয় শিউলি। হাসানকে নিজের প্রেমের জালে বন্দী করতে চায় সে।
টম অ্যান্ড জেরি ফাইট
চ্যানেল নাইনে শুক্রবার বেলা তিনটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি টম অ্যান্ড জেরি ফাইট। লিখেছেন ও পরিচালনা করেছেন গোলাম মোক্তাদির। অভিনয় করেছেন মম, শ্যামল মাওলা প্রমুখ।
দুই বছর আগে পারিবারিকভাবেই রিয়াদ আর ঈষিকার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। আজ তারা একই অফিসে চাকরি করছে। পুরোনো ক্ষোভ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ধীরে ধীরে ওদের ফাইট আরও জটিল হয়।