Thank you for trying Sticky AMP!!

গেইল পারেন বলেই এমনটা করেন

অনেকের মনেই একটা প্রশ্ন আছে, ক্রিস গেইল যে আমুদে, তিনি যে এত উচ্ছ্বাসে কাটান; এই বয়সে এটা কীভাবে পারেন? তাঁদের জন্যই হয়তো গেইল লিখেছেন, ‘আমি পারি, তাই এটা করি!’
অস্ট্রেলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে এ মুহূর্তে বেইজিংয়ে আছে আর্জেন্টিনা দল। সেখানকার ফোর সিজন হোটেলের সামনে থেকে চীনের সবাইকে ‘হ্যালো’ বলেছেন দলটির বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ
ফুটবল থেকে কিছুদিনের অবসর। কিলিয়ান এমবাপ্পে হয়তো অবসর কাটাতে যাবেন কোনো অবকাশযাপনকেন্দ্রে। আপাতত তিনি ফ্রান্সই ঘুরে দেখছেন
করিম বেনজেমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে তাঁর নতুন ক্লাব আল ইত্তিহাদ। বেনজেমা ম্যাচ খেলার সময় কখনো কখনো হাতে যে ব্যান্ডেজ নিয়ে নামেন, এরই মধ্যে সে রকম একটি প্রতিকৃতি বানিয়েছে ক্লাবটি
ফুটবলে কয়েক দিনের ছুটি পেয়ে সমুদ্রবিহারে চলে গেছেন মোহাম্মদ সালাহ
বাস্কেটবল উপভোগ করতে গেছেন নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র। ছবিটি দিয়ে নেইমার লিখেছেন, ‘বন্ধুর জন্য চিৎকার করা সহজ কাজ নয়।’
ছোট্ট সন্তানকে নিয়ে ঘুরতে গেছেন নিকোলাস পুরান ও তাঁর স্ত্রী। ছবিটি দিয়ে লিখেছেন, ‘আলাইরা আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ।’
ছেলের সঙ্গে শোয়েব মালিক। ছবিটি দিয়ে লিখেছেন, ‘ছেলেদের ডে–আউট!’
আফগানিস্তান টেস্টের জন্য উন্মুখ হয়ে আছেন তাসিকন আহমেদ
অনেকের মনেই একটা প্রশ্ন আছে, ক্রিস গেইল যে আমুদে, তিনি যে এত উচ্ছ্বাসে কাটান; এই বয়সে এটা কীভাবে পারেন? তাঁদের জন্যই হয়তো গেইল লিখেছেন, ‘আমি পারি, তাই এটা করি!’