যুক্তরাষ্ট্রের কেটি লেডেকির সোনা জয়। রুটের সঙ্গে সিরাজ। খুলনায় মেহেদীর অবসর সময়। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
সিঙ্গাপুরে ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি নারী ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন।
গ্যালারিতে নয়, তাঁরা আছেন ছাদে। চোখ ভারত–ইংল্যান্ডের ওভাল টেস্টে।
খুলনায় অবসর সময় কাটাচ্ছেন বাংলাদেশ দলের স্পিনার মেহেদী হাসান।গার্ল ফ্রেন্ডের সঙ্গে ছবি পোস্ট করেছেন শিখর ধাওয়ান। ক্যাপশনে লিখেছেন—আমার চোখ তাঁর দিকে, তাঁর নজর ছবির দিকে।পরিবারের সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।গতকাল রুটকে ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ। আজ দিনের খেলা শুরুর আগে তাঁর সঙ্গেও হাত মেলাচ্ছেন রুট।
আজ ওভালে গ্যালারিতে ছিলেন ভারত টেস্ট দলের সাবেক অধিনায়ক রোহিত শর্মাও।