ট্রফি, বিয়ে আর বিদায়—জোতার জীবনের ঘটনাবহুল শেষ এক মাস
খেলা ডেস্ক
স্পেনের উত্তর–পশ্চিমাঞ্চলীয় জামোরা প্রদেশের সেরনাদিয়া পৌর এলাকার এ-৫২ মহাসড়কে আজ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতা। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ পুরো ফুটবল বিশ্ব। ২৮ বছর বয়সী প্রয়াত ফুটবলারকে নিয়েই আজকের ফটো ফিচার—
জোতার গাড়ির চাকা ফেটে আগুন ধরে গিয়েছিলদুর্ঘটনার পর দিয়োগো জোতার ল্যাম্বরগিনি ব্র্যান্ডের সুপারকার চূর্ণবিচূর্ণ হয়ে যায়এখানেই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দিয়োগো জোতাজোতার মৃত্যুতে তাঁর শেষ ক্লাব লিভারপুলের পতাকা অর্ধনমিত রাখা হয়েছেলিভারপুলের মাঠ অ্যানফিল্ডের বাইরে এক ভক্ত জোতার স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেনফুলের পাশে জোতার ২০ নম্বর জার্সিটাও রাখা আছে‘শান্তিতে ঘুমাও জোতা’—অ্যানফিল্ডের দেয়ালের গ্রিলে এই ব্যানার টানিয়েছেন লিভারপুলের সমর্থকেরাপর্তুগালের টেলিভিশন চ্যানেলে জোতার মৃত্যুর খবর দেখানো হচ্ছেগত ২২ জুন প্রেমিকা রুত কার্দোসোকে বিয়ে করেন দিয়োগো জোতাপ্রিয়তমা স্ত্রী আর আদরের তিন সন্তানের সঙ্গে জোতার এই ছবি এখন শুধুই স্মৃতিগত ৮ জুন মিউনিখে অনুষ্ঠিত ফাইনালে স্পেনকে হারিয়ে পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগ জেতেন দিয়োগো জোতা২০২৪–২৫ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে লিভারপুল। ট্রফিটা হাতে পাওয়ার পর উচ্ছ্বাসে ভেসেছেন জোতাজাতীয় দল পর্তুগালের আক্রমণভাগে কোচ রবার্তো মার্তিনেজের বড় ভরসা হয়েছিলেন জোতাপর্তুগাল দলের অনুশীলনে জোতার সঙ্গে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ছবিটা ২০২২ সালেরবল পায়ে জোতাকে এভাবে আর কখনো ছুটতে দেখা যাবে নাজোতা আর কখনো লিভারপুলের ‘ক্রাইসিস ম্যান’ও হয়ে উঠবেন নালিভারপুলে নাম লেখানোর আগে তিন মৌসুম উলভারহ্যাম্পটনে খেলেছেন দিয়োগো জোতা