কার সঙ্গে দেখা বাজ্জোর, ফোডেনের কাঁধে কে

ছেলেকে কাঁধে নিয়ে ম্যানচেস্টার সিটির ইংলিশ তারকা ফিল ফোডেন। ক্লাব বিশ্বকাপে রবার্তো বাজ্জোর সঙ্গে দেখা হলো কার? পা নেই এমন ফুটবলারদের টুর্নামেন্টে ইউক্রেন কিংবদন্তি কেন? সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দাঁড়িয়ে কোন জার্সির ছবি দেখালেন মোহাম্মদ কাইফ। সামাজিক যোগাযোগমাধ্যম এবং বার্তা সংস্থায় খেলোয়াড়দের নির্বাচিত ছবি—
কিয়েভে আয়োজিত হলো চ্যারিটি অ্যাম্পিউটি (হাত অথবা পা নেই) ফুটবল টুর্নামেন্ট। সেখানে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ইউক্রেনের কিংবদন্তি ফুটবলার এবং দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আন্দ্রেই শেভচেঙ্কো
এএফপি
সন্তান ও পোষা কুকুর নিয়ে সবুজ মাঠে দারুণ সময় কাটিয়েছেন ইংল্যান্ডের সাবেক ওপেনার জেসন রয়। ছবিতে তেমন প্রশান্তিই ফুটে উঠল
স্ত্রী জেরা পন্সের সঙ্গে লিভারপুলের কলম্বিয়ান উইঙ্গার লুইজ দিয়াজ। কিছুদিন আগে বিয়ে করেন দুজন।
বন্ধু কী খবর বলো? ডেভিড বেকহামকে কি এ কথাই জিজ্ঞেস করছেন ইতালিয়ান কিংবদন্তি রবার্তো বাজ্জো? ফিফা ক্লাব বিশ্বকাপে অনেক কিংবদন্তির সঙ্গেই দেখা হয়েছে বাজ্জোর। রিস্টো স্টয়চকভ, রোনালদো নাজারিও, ইভান জামোরানা থেকে আরও অনেকেই। তাঁদের একজনের জন্মদিন উপলক্ষে সবার সঙ্গে ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন বাজ্জো। কার জন্মদিন সেটা অবশ্য জানা যায়নি
২০০২ ন্যাটওয়েস্ট ট্রফি আয়োজিত হয়েছিল ইংল্যান্ডে। সেই টুর্নামেন্টের ফাইনাল জিতে লর্ডসের বারান্দায় জার্সি উড়িয়েছিলেন ভারতের তখনকার অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সেই জার্সির সঙ্গে থাকা সোয়েটারটি রয়েছেন ইডেন গার্ডেনে। সেখানে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দাঁড়িয়ে তোলা ছবিটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন সেই ফাইনালে খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলা মোহাম্মদ কাইফ
নিজের পানশালার সামনে বসে ইতালির সাবেক স্ট্রাইকার ক্রিস্টিয়ান ভিয়েরি। ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমার পানশালা। মিলান ফতোগ্রাফো।’
সন্তানকে কাঁধে নিয়ে ম্যানচেস্টার সিটির ইংলিশ তারকা ফিল ফোডেন। গর্বিত পিতার মতোই তাঁর হাসি