তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
ইংল্যান্ডের পথে পথে বিসমাহ মারুফ। পাকিস্তানের নারী ক্রিকেট দলের অধিনায়ক অবসর সময়ে ঘুরে বেড়াতে ভালোবাসেনকবে যাব পাহাড়ে! খেলা নেই, ভারতের পেসার ভুবনেশ্বর কুমার পরিবার–পরিজন নিয়ে এখন আছেন পাহাড়েই, ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দেপ্রিয়তমাকে নিয়ে সমুদ্রদর্শনে গেছেন নিক কিরিওস। সেখানেও সঙ্গী পোষা কুকুরস্বদেশে ফেরার আনন্দ অস্ট্রেলিয়ার ক্রিকেটার মারনাস লাবুশেনেরমোহাম্মদ শামি দেশে ফিরেছেন ইংল্যান্ড থেকে ওয়ানডে সিরিজ জিতে। আর তাঁর মা ও ভাই ফিরেছেন পবিত্র হজ পালন করে আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলে নিজেকে চেনার চেষ্টা ভারতের ক্রিকেটার পৃথ্বী শরকোচ মার্টিন ফ্রেডরিখের সঙ্গে খাওয়ার আড্ডায় বাংলাদেশের আর্চার রোমান সানা, দিয়া সিদ্দিকী, বিউটি রায়, হাকিম আহমেদ, তামিমুল ইসলামরাক্রিকেট নেই, আপাতত অবসর। আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। মেয়ের সঙ্গে ছবিটি দিয়ে সবাইকে শুক্রবারের শুভেচ্ছা জানিয়েছেন তিনিআগামীকালই বার্সেলোনার হয়ে অভিষেক হতে পারে রবার্ট লেভানডফস্কির। প্রতিপক্ষ কঠিন, রিয়াল মাদ্রিদ। নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা বার্সেলোনার পোলিশ স্ট্রাইকারেরআফ্রিকার বর্ষসেরা ফুটবলারের ট্রফি হাতে হাস্যোজ্জ্বল সাদিও মানে