Thank you for trying Sticky AMP!!

সৌদি সফরে ওয়াসিম আকরাম আর পছন্দের মানুষদের সঙ্গে মুশফিক

সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। সেখানে তাঁর দেখা উদ্যোক্তা সৌদ মিশালের সঙ্গে। কথা হয়েছে সৌদি ক্রিকেট লিগ চালু করা নিয়ে। প্রিয় ব্যক্তিত্ব মাহমুদউল্লাহ, নাজমুল আবেদীন ও মাশরাফি বিন মুর্তজার সঙ্গে মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
আইসিসির একটি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার আর দুটি ওয়ানডে বর্ষসেরা পুরস্কারের ট্রফির সঙ্গে বিভিন্ন সময়ে আরও কিছু স্মারকের ছবিটি দিয়ে বাবর আজম যেন নিজের মাহাত্ম্যটাই তুলে ধরতে চাইলেন। লিখেছেন, ‘তোমাতেই তোমার জাদু।’
প্যারিসে আইফেল টাওয়ারের সামনে স্ত্রীকে নিয়ে আন্দ্রেস ইনিয়েস্তা
‘সময় বয়ে যায়। কিন্তু একটা বিষয় সব সময়ই থেকে যায়, সে আমার মা’—মায়ের সঙ্গে ছবিটি দিয়ে এমনটাই লিখেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং
মেয়ের দ্বিতীয় জন্মদিনটা এভাবেই উদ্‌যাপন করেছেন লাওতারো মার্তিনেজ। ছবিটি দিয়ে লিখেছেন, ‘দুই বছরে তুমি আমার জীবন বদলে দিয়েছ, দুই বছরে তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী বাবা বানিয়েছ।’
২০১১ সালের এই দিনে ফ্ল্যামেঙ্গোতে অভিষেক হয়েছিল রোনালদিনিওর। ইউরোপ অভিযান শেষ করে এ ক্লাব দিয়েই আবার নিজ দেশ ব্রাজিলের ফুটবলে ফিরেছেন পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের সাবেক প্লেমেকার। দিনটি কখনো ভুলবেন না তিনি!
মাহমুদউল্লাহ, নাজমুল আবেদীন ও মাশরাফি বিন মুর্তজার সঙ্গে মুশফিকুর রহিম। ছবিটি দিয়ে লিখেছেন, ‘ফ্রেমে আমার কিছু প্রিয় ব্যক্তিত্ব। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মেলাতে পারায় আমি সব সময়ই নিজেকে অনেক ভাগ্যবান আর গর্বিত মনে করি।’
সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। সেখানে তাঁর দেখা উদ্যোক্তা সৌদ মিশালের সঙ্গে। কথা হয়েছে সৌদি ক্রিকেট লিগ চালু করা নিয়ে। আর সবচেয়ে ভালো লেগেছে তাঁর নামাঙ্কিত একটি জার্সি উপহার পেয়ে!