ফটো ফিচার

বিশেষ কেকে সালাহর জন্মদিন আর ফুরফুরে মেজাজে রোনালদো

জন্মদিনে বিশেষ কেক কেটেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। লিসবনে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন রোনালদো। আর কালো রঙে আসক্ত নাসিম শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নির্বাচিত ছবি—
অ্যাশেজ শুরুর আগে বাবাকে ৭০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। বাবার সঙ্গে বসে বিয়ার খাওয়ার তর সইছে না বলেও লিখেছেন এই অস্ট্রেলিয়ান ওপেনার
পরনের জামা-জুতা সব কালো। যে গাড়িতে হেলান দিয়েছেন, সেটিও কালো। পাকিস্তানি পেসার নাসিম শাহ এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘কালো পোশাকে আসক্ত।’
ছেলেকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল ফরাসি তারকা করিম বেনজেমা। ছেলের চোখে নিজেকে দেখার কথা জানিয়ে বেনজেমা লিখেছেন, ‘ছেলে আমার, তোমাকে ভালোবাসি।’
চোট কাটিয়ে ওঠার পর আবার ক্রিকেটে ফেরার লড়াইয়ে আছেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। ওপরের ছবিটি দিয়ে লিখেছেন, ‘ধীরে ধীরে সেরে উঠছি, কিন্তু সেরে উঠছি।’
চার বছর আগে পিলার রুবিওর সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন স্প্যানিশ ফুটবল কিংবদন্তি সের্হিও রামোস। এই ছবিটি পোস্ট করে স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
গতকাল ছিল লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর ৩১তম জন্মদিন। ফুটবলের বিরতিতে নিজের জন্মদিনটা বিশেষ কেক কেটে উদ্‌যাপন করেছেন সালাহ
লিসবনে অনুশীলন শেষে এমনই ফুরফুরে মেজাজে দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে