Thank you for trying Sticky AMP!!

ওয়ার্নার বাঁহাতি থেকে ডানহাতি, 'অবাক হওয়ার মতোই'!

ডান হাতে ব্যাট করে সবাইকে অবাক করে দিয়েছেন ওয়ার্নার । ছবি: প্রথম আলো।
>বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের হঠাৎ কাল রংপুরের বিপক্ষে হয়ে গেলেন ডানহাতি । ডান হাতেই করলেন ৩ বলে ১৪ রান! ওয়ার্নারের ডান হাতে ব্যাটিং তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাল সিলেট সিক্সার্স-রংপুর রাইডার্সের ম্যাচটা যেন আদর্শ টি-টোয়েন্টি। হ্যাঁ, রংপুর ২৭ রানে হেরেছে। তবে বিনোদনের অনেক উপকরণ পাওয়া গেছে এই ম্যাচে। টি-টোয়েন্টি ম্যাচ তো এমনই হওয়া চাই। ক্রিস গেইল নাচছেন। রংপুরের বোলারদের দুদ্দাড় পিটিয়ে কোমর দুলিয়ে সেটির জবাব দিচ্ছেন ওয়ার্নার-লিটন!

তবে সবচেয়ে দেখার মতো দৃশ্য হয়েছে সিলেট-ইনিংসের ১৯তম ওভারে। বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে অফ স্পিনার গেইলের বল খেলতে একটু সমস্যাই হচ্ছিল ওয়ার্নারের। টি-টোয়েন্টিতে উদ্ভাবনী শট নিত্যই খেলেন ব্যাটসম্যানরা। কিন্তু ওয়ার্নার যেন আরও এক কাঠি সরেস। পুরো ব্যাটিং স্ট্যান্সই বদলে ফেললেন, চোখের পলকে বাঁহাতি থেকে হয়ে গেলেন ডানহাতি! রংপুর চমকে গেল সিলেটের অস্ট্রেলীয় অধিনায়কের কৌশল দেখে। দ্রুত ফিল্ড সেটিং বদলাতে গিয়ে একটু হিমশিমই খেতে হলো রংপুরকে। ফিল্ডারদের পজিশন হয়তো দ্রুত বদলানো গেল। কিন্তু হঠাৎ এ ধরনের কৌশলে মানসিকভাবে যে হতভম্ব হয়ে যাওয়া সেটি থেকে বের হয়ে আসতে পারেননি মাশরাফিরা।

হঠাৎ ডানহাতি বনে যাওয়া ওয়ার্নারকে আটকাবেন কীভাবে, গেইলও যেন বুঝে উঠতে পারছিলেন না। মাঝ স্টাম্প বরাবর বলটা শুধু ঝুলিয়ে দিলেন। ওয়ার্নার সেটিকে একেবারে গেইলের মাথার ওপর দিয়ে সোজা আছড়ে ফেললেন বাউন্ডারির ওপর। একজন বাঁহাতি ব্যাটসম্যানের ডান হাতে এত জোর! ছক্কা মেরেই ফিফটি করলেন ওয়ার্নার। উদযানপনটাও কম আকর্ষণীয় নয়, প্যাডে ব্যাট দিয়ে জোর এক আঘাত করে কোমর দুলিয়ে নাচ! ব্যাটসম্যান গেইল বিধ্বংসী ব্যাটিংয়ে বোলারদের নাচান। কাল বোলার গেইলকে নাচিয়ে ছাড়লেন ওয়ার্নার। ক্যারিবীয় তারকা পরের বল আবারও মাঝ স্টাম্প বরাবর দিলেন ঝুলিয়ে, সিলেট অধিনায়ক এবার স্কয়ার লেগ দিয়ে সজোরে করলেন প্যাডল সুইপ। শেষেরটি আরও অভিনব, এবার রিভার্স সুইপ মেরে বাউন্ডারি!

একজন ব্যাটসম্যান কতটা সব্যসাচী হতে পারেন, কাল সেটি তারিয়ে তারিয়ে উপভোগ করল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শকেরা। প্রতিপক্ষের সঙ্গে মাইন্ড গেম, স্কিলের সর্বোচ্চ প্রদর্শনী, আক্রমণাত্মক মেজাজ, ওয়ার্নার এক কথায় দুর্দান্ত। রংপুরের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা বোলার শফিউল ইসলামও স্বীকার করলেন ওয়ার্নারের হঠাৎ ডান হাতি হয়ে যাওয়ায় তাঁরা বেশ অবাকই হয়েছেন, ‘সে তো ডান হাতে ব্যাটিং করে, রিভার্স সুইপ ভালো খেলে। সে মনে করেছে এতে খেললে সফল হবে, সফল হয়েছে। ও ভালো করেছে। এটা অবাক হওয়ার মতোই। নিজের পরিকল্পনায় সে সফল হয়েছে।’

শফিউল ভুল বলেননি, ওয়ার্নার ডান হাতে ব্যাটিং আগেও করেছেন। তাছাড়া গলফও খেলে থাকেন ডান হাতে। এই স্ট্যান্সে ব্যাটিং করতে তিনি যথেষ্ট অনুশীলনও করেন নেটে।  কিন্তু ম্যাচে সেটির সফল প্রয়োগ, শুধু অবাক করার মতোই নয়, মুগ্ধ করার মতোও।