Thank you for trying Sticky AMP!!

করোনায় লকডাউনের পরিণতি টের পাচ্ছেন ডেল স্টেইন

দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। ছবি: এএফপি

করোনাভাইরাস মহামারির মধ্যে স্বাভাবিক জীবনযাপন তো বন্ধ। লকডাউন এবং সেজন্য কাজকর্ম বন্ধ থাকায় দুনিয়াজুড়ে অভাবে পড়েছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে অপরাধের হার বাড়াই স্বাভাবিক। আজকে পর্যন্ত তা হাড়ে হাড়ে টের পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন।

গত শুক্রবার থেকে এ পর্যন্ত তিনবার তাঁর বাসার দরজা ভেঙে ঢুকেছে দুর্বৃত্তের দল। কাল এ নিয়ে টুইট করেন স্টেইন, ‘শুক্রবার থেকে আমার বাসায় তিনবার চুরির চেষ্টা হয়েছে। কাল ওরা আমার বন্ধুর গাড়িতে তাণ্ডব চালিয়েছে। আজ রাতে ভীষণ ভয় পাইয়ে দিয়েছে মাকে। সে বাসায় একা ছিল। করোনা মানুষকে মরিয়া করে তুলছে। আশা করি এ টুইট ওদের শাস্তি পেতে সাহায্য করবে। সবাই নিরাপদ থাকুন।’


স্টেইনের এ টুইটে এক ভক্ত মন্তব্য করেন, ‘দক্ষিণ আফ্রিকায় চুরি/খুনের সঙ্গে করোনার সংযোগ নেই।’ ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নেওয়া স্টেইনের জবাব, ‘আমি মনে করি আছে। লকডাউনে কোনো কাজ নেই। এই অবস্থায় টাকা ও খাবারের জন্য মানুষ মরিয়া হয়ে উঠতেই পারে। আমরা দেখে ফেলার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু পালিয়েছে। তাই আশা করছি ওরা যেন শুধুই সুযোগসন্ধানি হয় এবং পরবর্তীতে এমন পরিস্থিতিতে যেন খারাপ কিছু না ঘটে।’

ডেল স্টেইনের টুইট। ছবি: টুইটার

দক্ষিণ আফ্রিকায় তৃতীয় মাত্রার লকডাউন ঘোষণার পর থেকে দেশটিতে অপরাধ বেড়েছে। ১ জুন থেকে এ লকডাউন চলছে সেখানে। ৩৬ বছর বয়সী পেসার ২০১৯ সালে সর্বশেষ খেলেছেন প্রোটিয়াদের হয়ে। টেস্ট ছেড়ে এখন শুধু সংক্ষিপ্ত সংস্করণে খেলছেন ডেল স্টেইন।