
>গতকাল পিসিবি জানায় তাঁদের করানো পরীক্ষায় করোনা পজিটিভ মোহাম্মদ হাফিজ। আজ হাফিজ জানালেন তাঁর করোনা হয়নি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর অনেকেই অনেক কারণে আস্থা পান না। এমনকি তাদের খেলোয়াড়েরাও কিছু সময় বোর্ডের প্রতি আস্থার সংকটে ভুগে থাকেন। মোহাম্মদ হাফিজের করোনাপরীক্ষা তার সাম্প্রতিকতম উদাহরণ।
ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান দলে ছিলেন বর্ষীয়ান এ অলরাউন্ডার। কিন্তু কাল পিসিবির করোনাপরীক্ষায় কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ ধরা পড়ে ৩৯ বছর বয়সী হাফিজের শরীরে। স্বাভাবিকভাবেই সফরটা তাঁর ওখানেই শেষ। কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র নন। ‘দ্বিতীয় ব্যবস্থা’ হিসেবে লাহোরে ব্যক্তিগতভাবে নিজের ও পরিবারের করোনাপরীক্ষা করান হাফিজ। আজ টুইট করে জানিয়েছেন তাঁর ফল। নেগেটিভ! করোনা নেই হাফিজের শরীরে।
করোনাপরীক্ষা কাগজের ছবি আজ টুইট করে হাফিজ লিখেছেন, ‘গতকাল পিসিবির কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার পর দ্বিতীয় ব্যবস্থা এবং নিজের সন্তুষ্টির জন্য ব্যক্তিগতভাবে পরিবার নিয়ে আবার পরীক্ষা করাই। এই তার রিপোর্ট, আমি এবং আমার পরিবারের নেগেটিভ ফল এসেছে। আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদ রাখুন।’
ইংল্যান্ড সফরের আগে দুই দফায় পাকিস্তানি ক্রিকেটারদের করোনাপরীক্ষা করবে পিসিবি। প্রথম দফার ফলে কাল হাফিজের সঙ্গে পজিটিভ হন ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামানরা। পরীক্ষায় দলের ১০ ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পেয়েছে পিসিবি। ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান দল। ২৫ জুন হবে শেষ দফা করোনা পরীক্ষা।