Thank you for trying Sticky AMP!!

তুষার একটা সুযোগ অন্তত পেলেন

বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছেন তুষার। ফাইল ছবি

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক রান করে যাচ্ছেন। এই তো সবশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) ৯০.৬২ গড়ে ৩ ফিফটি ও ৪ সেঞ্চুরিতে করেছেন ৭২৫ রান। রান আর রান কিন্তু পুরস্কার কোথায় তুষার ইমরানের? অবশেষে একটা সুযোগ তাঁর মিলছে। বাংলাদেশ ‘এ’ দলে রাখা হয়েছে তুষারকে।

তিনটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা ‘এ’ দল বাংলাদেশে আসছে আগামী ২৩ জুন শনিবার। শ্রীলঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ ‘এ’ দল অনুশীলন শুরু করবে ২২ জুন। জাতীয় দলের যেসব খেলোয়াড় ছন্দ হারিয়ে ফেলেছেন বা জাতীয় দলে ঢোকার লড়াইয়ে আছেন যাঁরা, তাঁদের রাখা হয়েছে ‘এ’ দলে।

বাংলাদেশ ‘এ’ দল:
সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম, আবু হায়দার ও মোসাদ্দেক হোসেন।