Thank you for trying Sticky AMP!!

বিশ্বকাপে কী করতে হবে, বললেন দ্রাবিড়

ভারতকে বিশ্বকাপ জয়ের পরামর্শ দিয়েছেন দ্রাবিড়। ফাইল ছবি

এ বিশ্বকাপ নিয়ে ব্যাটসম্যানরা এর মাঝেই স্বপ্ন দেখতে শুরু করেছেন। এমন রানপ্রসবা বিশ্বকাপ নাকি আগে কখনো দেখা যায়নি। ইংল্যান্ডের কন্ডিশন আর উইকেট দেখে সবাই এমন ভবিষ্যদ্বাণী করছেন। রাহুল দ্রাবিড়ও মনে করেন, এ বিশ্বকাপে প্রচুর রান হবে। আর ভারত দলকে এ থেকে বাঁচার উপায়ও বাতলে দিয়েছেন দ্রাবিড়।

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড টানা দুই ম্যাচে সাড়ে তিন শ ছোঁয়ার লক্ষ্য তাড়া করে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপেও এমন কিছু দেখা যাবে। এর আগে ইংল্যান্ডের ৩৭৩ রানও প্রায় ধরে ফেলেছিল পাকিস্তান। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এরই মাঝে ৫০০ রান হওয়ার সম্ভাবনার কথা ভেবে নিয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতিও সেরে নিয়েছে।

স্টার স্পোর্টসের সঙ্গে কথোপকথনে দ্রাবিড় তাই এ রান উৎসবের মাঝে দলের জয় নিশ্চিত করার উপায় খুঁজে নিয়েছেন, ‘গত বছর এ দলের সঙ্গে ইংল্যান্ড সফর করে কিছুটা অভিজ্ঞতা হয়েছে। সে ধারণা থেকেই বলছি, এবারের বিশ্বকাপে অনেক রান হবে। আর বড় বড় স্কোরের ম্যাচে মাঝের ওভারে উইকেট নিতে পারা বোলার থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমার ধারণা এদিক থেকে ভারত ভাগ্যবান।’

ভারতকে ভাগ্যবান বলার কারণটাও ব্যাখ্যা করেছেন দ্রাবিড়, ‘বুমরা, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালরা আছে। আমাদের এমন বোলার আছে যারা উইকেট নিতে পারে। যে দলগুলো মাঝের ওভারে উইকেট নিতে পারে, হাই স্কোরিং ম্যাচে প্রতিপক্ষকে আটকে রাখা তাদের পক্ষে সহজ।’

গত কয়েক বছরে ভারত সব ফরম্যাটে খুব ভালো করছে। চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতা বাদ দিলে বিশ্বের সব প্রান্তেই ভালো করেছে ভারত। শুধু কদিন আগে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারটা ধাক্কা হয়ে এসেছে ভারতের কাছে। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি ভারত। দ্রাবিড় অবশ্য একটি সিরিজের হার নয়, এর আগের সাফল্য নিয়েই ভাবতে আগ্রহী, ‘বিশ্বকাপের আগে বেশ কয়েকটি ভালো বছর কাটিয়েছি। আমরা যোগ্য হিসেবেই বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ২ নম্বরে আছি। এর মানে হচ্ছে গত আড়াই বছরে আমরা টানা ভালো করছি। আমরা আশাবাদী হতেই পারি। আমার মতে, এটা খুব কঠিন বিশ্বকাপ হতে যাচ্ছে। সব দলই প্রস্তুত এবং প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। বিশ্বকাপে সব দলই তাদের সর্বোচ্চ দেবে।’

প্রতিদ্বন্দ্বিতামূলক বিশ্বকাপের কথা বললেও ভারতকে অন্তত সেমিফাইনালে দেখার আশা করছেন দ্রাবিড়, ‘ভারত অবশ্যই ফেবারিটদের একটি। আমরা সবাই আশাবাদী হতে পারি যে সেমিফাইনাল খেলব। এরপর তো ভালো চারটি দলের ব্যাপার। ২০১৯ বিশ্বকাপে বোলিং খুব বড় ভূমিকা রাখতে যাচ্ছে। আর যে দল সেরা বোলিং করবে তারা জয়ের কাছাকাছি থাকবে।’