Thank you for trying Sticky AMP!!

শুভমন গিল আর চেতেশ্বর পূজারা কতদূর টানতে পারবেন ভারতকে?

ভারতের সামনে ৬২ ওভারের পরীক্ষা

ব্রিসবেন টেস্টে জয়ের জন্য পঞ্চম দিনে ৩২৪ রান করতে হবে ভারতকে। ৯৮ ওভারে এই রান করাটা যে অনেক কঠিন, সেটা জানা কথাই। কিন্তু এই টেস্টে ভারত হার এড়াতে পারবে কিনা, বড় প্রশ্ন এখন এটিই। গ্যাবার কিছুটা অননুমেয় হয়ে পড়া পঞ্চম দিনের উইকেটে ভারতীয় ব্যাটসম্যানরা সিডনির মতো আরও একটি বীরত্বগাথা উপহার দেওয়ার জন্যই লড়ছেন এ মুহূর্তে।

পঞ্চম দিনের প্রথম সেশনটা পুরোপুরি ভারতের। এক উইকেট হারালেও মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ভারত উইকেট হারিয়েছে মাত্র একটি। আউট হয়ে ফিরেছেন রোহিত শর্মা। তবে দুর্দান্ত ব্যাটিং করছেন তরুণ শভমন গিল। তিনি অপরাজিত আছেন ৬৫ রানে। ১১৭ বলে ৫টি চার ও এক ছক্কায় তিনি এ রান করেছেন। তাঁকে এ মুহূর্তে সঙ্গ দিচ্ছেন চেতেশ্বর পূজারা। তিনি অপরাজিত ৮ রানে। এই প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ১ উইকেটে ৮৫।

প্রথম সেশনে আগুন ঝরিয়েছেন প্যাট কামিন্স।

রোহিত দলীয় ১৮ রানের মাথায় ৭ রান করে প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সকে ক্যাচ দিয়েছেন। তবে গিল এমন দারুণ ব্যাটিং করছেন, দেখে মনে হচ্ছে যেন তিনি নিজের বাড়ির উঠানেই ব্যাটিং করছেন। উইকেটে অবশ্য অননুমেয়তা ছিল কিন্তু গিলের ব্যাটিংয়ে সেটি ধরা পড়েনি।

মধ্যাহ্ন বিরতির আগে দিয়ে কামিন্সের আগুনঝরা স্পেল ভারতীয় ব্যাটসম্যানদের কিছুটা সমস্যায় ফেললেও সেটি তারা সামাল দিয়েছেন বেশ ভালোভাবেই। তবে কামিন্সের স্পেল একটা জিনিস বুঝিয়ে দিয়েছে ব্রিসবেনের উইকেটে দিনের বাকি সময় কাটিয়ে দেওয়াটা যথেষ্ট পরীক্ষারই হবে ভারতের জন্য। কামিন্স মধ্যাহ্ন বিরতির আগে দিয়ে পূজারাকেই সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেছেন। প্রায় অনেকগুলো বলই তাঁর শরীরে আঘাত করেছে। এখন দেখার বিষয় ভারত দিনের বাকি সময় (৬২ ওভার) কীভাবে, কোন উপায়ে অস্ট্রেলীয় বোলারদের মোকাবিলা করে।