বাবর আজমের কি ‘বন্ধুপ্রীতি’ বেশি
বাবর আজমের কি ‘বন্ধুপ্রীতি’ বেশি

মঈনের মুখে বাবরের ‘বন্ধুপ্রীতি’র কথা

পাকিস্তান ক্রিকেট দলে বাবর আজম কি ‘বন্ধুপ্রীতি’ করছেন? সাবেক অধিনায়ক মঈন খানের কথাতে অন্তত সেটিই মনে হতে পারে। পাকিস্তান দল নির্বাচনে বাবর যেন ‘নির্মোহ’ থাকেন, সেই আহ্বান পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপ জেতা এই উইকেটকিপার-ব্যাটসম্যানের।

বাবর যে ‘বন্ধুপ্রীতি’ করছেন, মঈন এটা সরাসরি বলেননি। তবে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে পাকিস্তান দলে মোহাম্মদ রিজওয়ান আর সরফরাজ আহমেদের সুযোগ পাওয়া না পাওয়া নিয়ে মন্তব্য করেছেন। সরফরাজ দলে সুযোগ পাচ্ছেন না, ভালো করেও। রিজওয়ান অবশ্য দারুণ করছেন। কিন্তু সরফরাজের সুযোগ না হওয়াটাকেই মঈন বাবরের ‘বন্ধুপ্রীতি’ বলছেন।

বাবরকে বন্ধুপ্রীতি বাদ দিতে বললেন মঈন

পাকিস্তানের একটি রেডিও অনুষ্ঠানে এসে মঈন দল নির্বাচনে ক্রিকেটারদের পারফরম্যান্সকেই অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন, ‘অধিনায়কত্বের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকা দরকার। একটা লক্ষ্য, নির্দিষ্ট একটা গন্তব্যে চোখ। আমি বাবর আজমকে তার দল নির্বাচনে নির্মোহ থাকা ও সবার প্রতি সুবিচার করার কথা বলব। একই সঙ্গে বলব, তার বন্ধুদের প্রতি পক্ষপাতিত্ব সে যেন না করে।’

মঈন মনে করেন, যেকোনো বিষয়ে নির্বাচকদের সঙ্গে বাবরের খোলাখুলি আলোচনাটা খুব প্রয়োজন, ‘বাবর যেন অধিনায়ক হিসেবে দল নির্বাচনে কোনো আপস না করে। দল নির্বাচনের সময় নির্বাচকদের সে যেন নিজের কথাটা পরিষ্কারভাবে জানায়।’

সরফরাজ আহমেদ মঈনের মতে পাকিস্তানের সেরা উইকেটকিপার–ব্যাটসম্যান

মোহাম্মদ রিজওয়ান না সরফরাজ, পাকিস্তান দলে কার থাকা উচিত, এ ব্যাপারে মঈনের উত্তর, ‘রিজওয়ানের ফর্ম এখন দুর্দান্ত যাচ্ছে। তবে আমি মনে করি সরফরাজ আহমেদ পাকিস্তানের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান।’

বাবর ভবিষ্যতে অনেক রেকর্ডই ভাঙবেন বলে মনে করেন মঈন, ‘সে যদি তার বর্তমান ফর্ম ধরে রাখতে পারে, তাহলে সে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হবে। সে পাকিস্তান ক্রিকেটের অনেক রেকর্ড ভেঙে দেওয়ার সামর্থ্য রাখে।’