Thank you for trying Sticky AMP!!

লঞ্চ দুর্ঘটনায় সান্ত্বনার ভাষা পাচ্ছেন না সাকিব

মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের দিকে আসার সময় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ময়ূর-২ নামের আরেকটি লঞ্চ ধাক্কা দেয়। এতে যাত্রীসহ লঞ্চটি পানিতে ডুবে যায়। পরে বিভিন্ন বাহিনীর ডুবুরিরা যাত্রীদের মরদেহ উদ্ধার করে। দুপুর ১২টায় সদরঘাট–সংলগ্ন ফরাশগঞ্জ ঘাট এলাকায়। ছবি: দীপু মালাকার

কাল ভয়ংকর এক দুর্ঘটনা থমকে দিয়েছে দেশকে। সোমবার সকালে সদরঘাটের কাছে ফরাশগঞ্জ ঘাট এলাকায় আরেক লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী মর্নিং বার্ড নামের এক লঞ্চ ডুবে যায়। এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই বিপর্যয় আর অনাহূত মৃত্যুতে হতবাক সাকিব আল হাসান। গতকাল রাতেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাকিব।

করোনাভাইরাসের প্রকোপে বিশ্বে মৃত্যুর মিছিল লেগেছে। বাংলাদেশেও দিন দিন সংক্রমণের সংখ্যা বাড়ছে। এমন এক ক্রান্তিকালে এমন দুর্ঘটনা ভাবাচ্ছে সাকিবকে। এমন ঘটনায় নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছেন না সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার, 'প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আজ আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানী এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিঁখোজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোনো ভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না।'

লঞ্চ দুর্ঘটনায় মৃত্যু ধাক্কা দিয়েছে সাকিবকে।

এই দুর্ঘটনা চাইলেই এড়ানো যেত। দুর্ঘটনার ভিডিও দেখে একে হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। যেখানে করোনা ভাইরাসের মতো এক অণুজীবের সঙ্গে লড়াইয়ে সর্বস্ব দিয়ে চেষ্টা করেও জীবন বাঁচানো যাচ্ছে না, সেখানে এমন অনাহূত মৃত্যুর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না সাকিব, 'পুরো পৃথিবীর এই ভয়ংকার ক্রান্তিকালে এমন দূর্ঘটনার কোন সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভবিষ্যতে এমন অনাকাঙ্খিত দূর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনাসহ সব সকল দূর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ। মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।'