Thank you for trying Sticky AMP!!

সেন্ট লুসিয়ায় ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে

সেন্ট লুসিয়ায় বৃষ্টি, খেলা হবে তো?

বৃষ্টির বাধায় কাল মধ্যাহ্ন বিরতির আগে সেন্ট লুসিয়া টেস্টে খেলা হয়েছে মাত্র ১০ ওভার। এরপর চা বিরতির ঠিক আগে আবার বৃষ্টিতে খেলা বন্ধ।

বৃষ্টির কারণে দিনের খেলা শেষও হয়েছে আগে আগে। সব মিলিয়ে সারা দিলে খেলা হতে পেরেছে মাত্র ৫৬.৩ ওভার।

Also Read: এবার রোচদের ‘কাজ শেষ করার পালা’

সেই বৃষ্টি কাল রাতেও থেমে থেমে হয়েছে, হচ্ছে এখনো। আজ ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে সেন্ট লুসিয়ায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ ও আগামীকাল দুদিনই সারা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখানে।

সেন্ট লুসিয়ায় হার দেখছে বাংলাদেশ

এ অবস্থায় আজ টেস্টের চতুর্থ দিনে ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে নির্ধারিত সময়ে খেলা শুরুর সম্ভাবনা কমই দেখা যাচ্ছে।

Also Read: যখন তিন দিনেও টেস্ট শেষ হয় না

এই টেস্টে বাংলাদেশের হারটা অবশ্য এখন আনুষ্ঠানিকতাই। স্বাগতিকদের দ্বিতীয়বার ব্যাট করাতে হাতে থাকা ৪ উইকেট নিয়ে আরও ৪২ রান করতে হবে বাংলাদেশকে।

কাল ম্যাচটি বারবার বৃষ্টির বাধায় না পড়লে বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যেতে পারত তৃতীয় দিনেই।

Also Read: কল্পনার সিঁড়ি বেয়ে এল যে ৫ উইকেট