Thank you for trying Sticky AMP!!

'নিজেরা নিজেদের মানুষকে কেন মারছ?'

দিল্লির সংঘর্ষ মানতে পারছেন না যুবরাজ-হরভজন। ফাইল ছবি
>দিল্লির সংঘর্ষে উদ্বিগ্ন যুবরাজ সিং-হরভজন সিংরাও।

এ মুহূর্তে জ্বলছে ভারতের রাজধানী দিল্লি। নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে চলছে রক্তপাত। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২০ ছাড়িয়ে গেছে। আহত অনেকে। উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা, চান্দবাগ ও কারাওয়াল এখন রণক্ষেত্র। লাঠিসোঁটা হাতে নামা হিংসায় উন্মত্ত দুষ্কৃতকারীদের দখলে রাজপথ। দেশের রাজধানীর এমন অবস্থা চিন্তিত করে তুলেছে ভারতীয় ক্রিকেটারদের। ‘নজফগড়ের নবাব’ বীরেন্দর শেবাগ সবাইকে মাথা ঠান্ডা রাখার অনুরোধ জানিয়েছেন। যুবরাজ সিংয়ের ‘হৃদয় ভেঙেছে’ এ সংঘর্ষ।

যুবরাজের টুইট। ছবি: টুইটার

যুবরাজ টুইট করে সবাইকে এ পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন, ‘দিল্লিতে যা ঘটছে তা হৃদয় ভেঙে দেওয়ার মতোই। এ পরিস্থিতিতে আমি সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আশা করছি কর্তৃপক্ষ পরিস্থিতি সামলাতে সঠিক পদক্ষেপই হাতে নেবে। আমরা সবাই মানুষ। আমাদের উচিত সবাইকে ভালোবাসা ও শ্রদ্ধা করা।’

এর আগে দিল্লির ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে শেবাগ সবার কাছ থেকে সুবিবেচনা প্রার্থনা করেছিলেন। সাবেক অফ স্পিনার হরভজন সিং প্রশ্ন রেখেছেন দাঙ্গাবাজদের উদ্দেশে, ‘নিজেরা নিজেদের মানুষকে কেন মারছ তোমরা?’