Thank you for trying Sticky AMP!!

'পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আইপিএল গড়াবে'

স্টিভেন স্মিথ। ছবি: এএফপি
>পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আবারও বাজবে আইপিএলের দামামা, এমনটাই মনে করছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ

করোনাভাইরাস আতঙ্কে আর দশটা দেশের মতো খেলাধুলা থামিয়ে রেখেছে ভারতও। মার্চের শেষদিকে যে আইপিএলের শুরু হওয়ার কথা ছিল, সেটাও স্থগিত। কবে শুরু হবে ঠিক নেই। এর মধ্যেই অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথ আশাবাদী অবস্থা একটু স্বাভাবিক হলেই আবারও আইপিএল মাঠে গড়াবে।

নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধির সঙ্গে সে দিন এক পডকাস্টে অংশ নেন স্মিথ। ‘দ্য রয়্যালস পডকাস্ট’ নামের সেই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে স্মিথের আইপিএল দল রাজস্থান রয়্যালস। সেখানেই স্মিথ জানিয়েছেন নিজের আশাবাদ, ‘ভয়ংকর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সারা বিশ্ব। তবুও আশা রাখি, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কোনো একটা সময়ে হয়তো শুরু হবে আইপিএল।’

বেশ কয়েক বছর ধরেই রাজস্থান রয়্যালস শিবিরের পরিচিত মুখ স্মিথ। দলটার অধিনায়কত্বও করছেন। তবে কখনই শুধু থেকে অধিনায়ক ছিলেন না। ২০১৫ সালে স্বদেশি শেন ওয়াটসনকে সরিয়ে অধিনায়ক হয়েছিলেন, গত মৌসুমে অজিঙ্কা রাহানের জায়গায় অধিনায়ক করা হয় তাঁকে। এবারও স্মিথের কাঁধেই নেতৃত্বভার তুলে দিয়েছে বলিউড তারকা শিল্পা শেঠির এই ফ্র্যাঞ্চাইজি।

রাজস্থানের নেতৃত্ব দেওয়ার জন্য তর সইছে না স্মিথের , ‘রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে আছি। কোনোবারই গোটা মৌসুম দলটাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাইনি। কিন্তু এই পরিস্থিতির মধ্যে ক্রিকেট নিয়ে ভাবার আগে প্রত্যেকের নিরাপত্তার প্রার্থনা করছি।’