Thank you for trying Sticky AMP!!

'হতাশাজনক…হতাশাজনক...'

ব্যাট হাতে দলকে প্রয়োজনীয় স্কোর এনে দিয়েছিলেন কিন্তু টানা চতুর্থ হার আটকাতে পারেননি মাহমুদউল্লাহ। ছবি: প্রথম আলো

বিপিএলে চার ম্যাচ খেলে টানা চার ম্যাচেই হারের মুখ দেখল খুলনা টাইটানস। আজ তো চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয়ের পথে এগিয়ে যাওয়া ম্যাচটাও হেরে গেল তারা। দুই দুই বার জয়ের সুযোগ সৃষ্টি করেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। স্বাভাবিকভাবে এমন হারের পর হতাশা ব্যক্ত করা ছাড়া কোনো উপায় ছিল না মাহমুদউল্লাহর।

ম্যাচটা নির্ধারিত ওভারেই জিততে যাচ্ছে খুলনা, সমর্থকেরা যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছে, সেখানে বল হাতে হতাশ করেছেন আরিফুল হক। ১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারে চিটাগংয়ের প্রয়োজন ছিল ১৯ রান। শেষ ওভারে বল করতে এসে ১৮ রান দিলেন আরিফুল। টাই হওয়ায় ম্যাচের ভাগ্য গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১ রান সংগ্রহ করে মুশফিকুর রহিমের ভাইকিংস। টি-টোয়েন্টির খেলায় এক ওভারে ১২ রান করা আর এমনকি! কিন্তু কিসের কী, খুলনা করতে পারল মাত্র ১০ রান।

মাহমুদউল্লাহর কষ্টটা এখানেই বেশি। দুইবার জয়ের সুযোগ পেয়েও হাতছাড়া, ‘দুইটা সময় আমাদের ম্যাচ জেতার সুযোগ ছিল। টানা তিনটি ম্যাচ হেরে যাওয়ার পর আজ ভালো একটি সুযোগ ছিল। কিন্তু আমরা দুইবারই সুযোগটা হারালাম। সুপার ওভারে ১১ রান বড় কোনো লক্ষ্য না। এ রান তাড়া করাই যায়। আমরা করতে পারিনি।’

বিপিএলে আজ প্রথমবারের মতো ম্যাচের ভাগ্য গড়িয়েছে সুপার ওভারে। সুপার ওভার মানেই রোমাঞ্চ ও উত্তেজনা। কিন্তু ম্যাচ হারলে সেই রোমাঞ্চ কোনো পরাজিত অধিনায়কেরই-বা ভালো লাগে, ‘জিততে পারলে ভালো লাগত অবশ্যই। প্রথমবারের মতো বিপিএলে সুপার ওভার। কেউ তো আসলে সুপার ওভার চায় না। কোনো অধিনায়কই সুপার ওভার খেলতে চাইবে না। আগেই বললাম, ১ ওভারে ১৯ রান ঠেকিয়ে দেওয়া আমাদের উচিত ছিল। আবার সুপার ওভারেও ১২ রান করা উচিত ছিল। কিন্তু আমরা পারিনি।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে চারটিতেই হার খুলনার। সম্ভাবনা থাকলেও টুর্নামেন্টের দৌড়ে অনেক পিছিয়ে পড়েছে তারা। অপ্রিয় সত্যটি মানছেন দলের অধিনায়কও, ‘এখন টুর্নামেন্টটি আমাদের কঠিন হয়ে গেছে। ৮টা ম্যাচের মধ্যে আমাদের ৫ থেকে ৬টা ম্যাচ জিততেই হবে। এটা অনেক কঠিন। তারপরও এটা ক্রিকেট খেলা। দলের প্রতি আমার মেসেজ থাকবে টুর্নামেন্টে বাকি ৮টা ম্যাচের কথা চিন্তা করে খেলে লাভ নেই। আমাদের একটা একটা করে ম্যাচের কথা চিন্তা করে খেলতে হবে।’

টানা চার ম্যাচে হার। ফলাফল যেমন বলছে দল এতটা খারাপ নয় বলেই বিশ্বাস মাহমুদউল্লাহর, ‘আমি আজকের ম্যাচেই বলছিলাম, একটা জয় আমাদের দলকে অনুপ্রাণিত করবে। আমরা যেভাবে খেলছি, তার চেয়ে আরও অনেক ভালো দল আমরা। কিন্তু আমরা তেমন আশানুরূপ পারফরম্যান্স করতে পারছি না, ব্যাটিং-বোলিং, ফিল্ডিং কোনো বিভাগে। হতাশাজনক... হতাশাজনক...’