Thank you for trying Sticky AMP!!

স্পিন আক্রমণে বাংলাদেশের ভরসা মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও নাসুম আহমেদ

বাংলাদেশের স্পিনে ভয় থাকলেও ভালো ফলের আশা আইরিশদের

ঘরের মাঠে বাংলাদেশের সাকিব আল হাসান, নাসুম আহমেদ, মেহেদী হাসানদের স্পিন বোলিং যেকোনো প্রতিপক্ষের জন্যই আতঙ্কের নাম। এর আগে অনেক বড় দলের ব্যাটসম্যানদেরও ঘূর্ণি জালে আটকে দিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে এর ব্যতিক্রম হওয়ার কথা নয়।

বাংলাদেশের স্পিন আক্রমণ নিয়ে ভয় আছে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি আর এক টেস্টের সিরিজ খেলতে আসা আয়ারল্যান্ডেরও। আগামী পরশু সিলেটে শুরু ওয়ানডে সিরিজের আগে আইরিশ খেলোয়াড়েরাও বললেন সে কথাই। একই সঙ্গে এ সিরিজে ভালো কিছু করার প্রত্যাশাও তাদের।

Also Read: অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্স দেখার পর আইরিশদের উপলব্ধি, নিজেদের মাটিতে বাংলাদেশকে হারানোটা সহজ হবে না তাদের পক্ষে।

আয়ারল্যান্ডের বাঁহাতি স্পিনার জর্জ ডকরেল যেমন বললেন, ‘সাম্প্রতিক সময়ে তারা (বাংলাদেশ) খুব ভালো ক্রিকেট খেলছে। আমরা জানি, সিরিজটা আমাদের জন্য সহজ হবে না। তবে বাংলাদেশকে তাদের মাটিতে চ্যালেঞ্জ জানিয়ে কয়েকটি ম্যাচ জেতার লক্ষ্য থাকবে।’

Also Read: আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন জাকির, তামিমের জ্বর

আয়ারল্যান্ডের আরেক ক্রিকেটার হ্যারি ট্যাক্টর অবশ্য সতীর্থদের মনে করিয়ে দিলেন বাংলাদেশের স্পিন আক্রমণের চ্যালেঞ্জের কথা, ‘ওদের স্পিনাররা খুবই ভালো করছে। ব্যাটসম্যানরাও ছন্দে আছে। তবে স্পিন আক্রমণকেই সবচেয়ে বড় হুমকি মনে হচ্ছে আমাদের। সাকিব তো আছেই, নাসুম অথবা মেহেদী, যে-ই খেলুক, আমাদের জন্য সেটা চ্যালেঞ্জ হবে।’

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৪ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ

ট্যাক্টর মনে করেন, ঘরের মাঠে বাংলাদেশকে হারানো কঠিন হলেও অসম্ভব নয়, ‘যদি সবাই মিলে ভালো খেলি, তাহলে আমাদের জয়ের দারুণ সুযোগ আছে। তবে এই কন্ডিশনে আমাদের খুব ভালো খেলতে হবে।’

Also Read: রমজান মাসে যখন শুরু হবে আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলো