২৫ হাজার বেলুন ও রঙের ঝলকানিতে যেভাবে শুরু হলো বিপিএল

রং ছড়িয়ে আর বেলুন উড়িয়ে উদ্বোধন হয়েছে বিপিএলের নতুন আসরের। উদ্বোধনের আগে শহীদ শরিফ ওসমান হাদির জন্য পালন করা হয় এক মিনিট নীরবতা। কোরআন তিলাওয়াতের পর গাওয়া হয় জাতীয় সংগীত। প্রথম দিনের আয়োজনে ছিল সাংস্কৃতিক আয়োজনও। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক প্রথম দিনে বিপিএলের রঙিন আয়োজন।
দুই দলের খেলোয়াড়দের উপস্থিতিতে বিপিএলের উদ্বোধনের সময় রঙের মেলা বসেছে সিলেটের আকাশে
আজ বিপিএলের উদ্বোধনের সময় এভাবেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আকাশ দখল করে রেখেছিল ২৫ হাজার বেলুন
বিপিএলের প্রথম দিনে মাঠের খেলার পাশাপাশি আকর্ষণের কেন্দ্রে ছিল সাংস্কৃতিক আয়োজন
ম্যাচের বিরতিতে নাচের মুদ্রায় মুগ্ধতা ছড়ান নৃত্যশিল্পীরা
রঙের ঝলকানির মধ্যেই চলছে নাচ-গানের উৎসব