ফিফটি করার পথে চেন্নাই সুপার কিংসের রাচিন রবীন্দ্র
ফিফটি করার পথে চেন্নাই সুপার কিংসের রাচিন রবীন্দ্র

আইপিএল

‘নিয়ম’ মেনে প্রথম ম্যাচে মুম্বাইয়ের হার, জিতল চেন্নাই

মুম্বাই ইন্ডিয়ানস প্রতি বছর আইপিএল শুরু করবে হেরে, এটাই যেন নিয়ম। এবারও দলটি ‘নিয়ম’ মেনেই হার দিয়ে শুরু করল ২০২৫ আইপিএল। চেন্নাইয়ে আজ আইপিএল ক্ল্যাসিকোতে স্বাগতিক চেন্নাই সুপার কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হারল মুম্বাইকাররা।

টসে হেরে ব্যাটিং পাওয়া মুম্বাই ৯ উইকেটে করে ১৫৫ রান। স্কোরটা ৫বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় মুম্বাইয়ের মতোই পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই।

মুম্বাইয়ের শুরুটাই হয়েছিল বিপর্যয় দিয়ে। ইনিংসের চতুর্থ বলে স্কোর কার্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান রোহিত শর্মা। ৪ বলে শূন্য রান করা ভারতের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক অনাকাঙ্ক্ষিত রেকর্ডও নাম লিখিয়েছেন। আইপিএলে ১৮তম শূন্যের দেখা পেলেন রোহিত। আইপিএলে যা যৌথভাবে রেকর্ড। দিনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েলও ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন।

৪ উইকেট নিয়ে ম্যাচসেরা আফগান স্পিনার নুর আহমেদ

এমন শুরুর পর মোটামুটি নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি ১৫০ পেরোয় দীপক চাহারের ব্যাটে। নয়ে নেমে ১৫ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন চাহার। মুম্বাইয়ের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩১ রান করেন তিলক বর্মা। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান (২৬ বল)। চতুর্থ উইকেটে সূর্যকুমার ও তিলক ৫১ রান যোগ করেন।

দুজনকেই আউট করেছেন নুর আহমেদ। আফগান বাঁহাতি স্পিনার ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন মোট ৪ উইকেট। ২৪ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে এই প্রথম ৪ উইকেট পেলেন নুর। তাঁর আগের সেরা ৩৭ রানে ৩ উইকেট, সেটিও মুম্বাইয়ের বিপক্ষে ২০২৩ সালে। তখন অবশ্য গুজরাট টাইটানসে খেলতেন নুর।

মুম্বাইয়ের সেরা বোলার বাঁহাতি স্পিনার বিজ্ঞেশ পুতুর (বাঁয়ে)

রান তাড়ায় চেন্নাইয়ের জয়ের ভিত্তি গড়েন দেন রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র। দ্বিতীয় উইকেটে ৬৭ রান যোগ করার পথে ২৬ বলে ৫৩ রান করেন অধিনায়ক গায়কোয়াড়। তাঁর বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রাচিন এক প্রান্ত ধরে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে তবেই ড্রেসিংরুমে ফেরেন। কিউই ওপেনার ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন।

মুম্বাইয়ের হয়ে ৩২ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার বাঁহাতি স্পিনার বিজ্ঞেশ পুতুর। ২৪ বছর বয়সী কেরালাইট যে কোনো ধরণের স্বীকৃত ক্রিকেটে আজই প্রথম খেললেন।