
সমস্যার শুরু ভারতীয় দল পাকিস্তানে না পাঠানো নিয়ে। এরপর জার্সিতে আয়োজক দেশের নাম রাখ না নিয়ে ছড়িয়েছে বিতর্ক। সর্বশেষ উদ্বোধনী অনুষ্ঠানে রোহিত শর্মাকেও পাকিস্তানে যেতে দেবে না বলেছে ভারত।
ভারতের একের পর এক দাদাগিরির পরও পাকিস্তানকে চুপ থাকতে বললেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। চুপ থাকা মানে ঠিক ‘চুপ’ থাকা নয়, তিনি চাইছেন পাকিস্তান এখন চুপ থেকে যেন এর প্রতিশোধ নেয় ২০২৬ সালে।
ভারতের পাকিস্তানে না যাওয়ার সমাধান এরই মধ্যে হয়ে গেছে। ভারত চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। তবে বাকি দুটো সমস্যার সমাধান এখনো হয়নি। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সাধারণত সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে। সেটা টুর্নামেন্ট আয়োজক দেশ থেকে সরে গেলেও।
ভারত পাকিস্তানের নাম জার্সিতে লিখতে চায় না। রোহিত শর্মাও পাকিস্তানে যাবে না। কিন্তু তাতে হতাশ হচ্ছেন কেন? চুপ থাকাই সেরা উত্তর।বাসিত আলী
ভারত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে একই সুবিধা পেয়েছে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও সব দল ‘ইন্ডিয়া ২০২১’ লেখা জার্সি পরেই খেলেছে। তবে এখন ভারত রাজি হচ্ছে না।
আইসিসি টুর্নামেন্টের আগে আয়োজক দেশে অধিনায়কদের সাংবাদিক সম্মেলন ও ট্রফি নিয়ে ফটোসেশন পরিচিত একটা ঘটনা। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে পাকিস্তানে যেতে দিচ্ছে না ভারত। টাইমস অব ইন্ডিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী মনে করছেন, এসবের কারণে পাকিস্তানের কিছুই হবে না। ক্ষতি যা হওয়ার, হবে ক্রিকেটের। ইউটিউবে তিনি বলেছেন এভাবে, ‘ভারত পাকিস্তানের নাম জার্সিতে লিখতে চায় না। রোহিত শর্মাও পাকিস্তানে যাবে না। কিন্তু তাতে হতাশ হচ্ছেন কেন? চুপ থাকাই সেরা উত্তর। তারা যদি নাম ছাপাতে না চায়, ছাপানো উচিত হবে না। উদ্বোধনী অনুষ্ঠানে যদি রোহিত শর্মা আসতে না চায়, তার আসা উচিত নয়। সহজ বিষয়। পিসিবি শুধু প্রতিবাদ জানিয়ে বিসিসিআইকে একটা ই–মেইল করতে পারে রেকর্ড রাখার জন্য। এর বেশি কিছু করা উচিত হবে না।’
ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে পাকিস্তান ভারতে যাবে না এই শর্তেই নাকি এবার হাইব্রিড মডেলে রাজি হয়েছে পাকিস্তান।
বাসিতও এই বিশ্বকাপেই জবাব দিতে বলেছেন, ‘এসব পাকিস্তানের ক্রিকেটের কোনো ক্ষতি করবে না। এটা জয় শাহ ও বিশ্ব ক্রিকেটেরই ক্ষতি হবে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। তো পাকিস্তানও ভারতের নাম জার্সিতে না ছাপাতে পারে। এমনকি অধিনায়কেরও যাওয়া উচিত নয়। একই কাজই করা উচিত।’