দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের নারী ক্রিকেট দল। শিরোপা জয়ের পর দলটির উদ্যাপনও হয়েছে বাঁধনহারা। ম্যাচ শেষে আনন্দ ছড়িয়ে পড়েছে রাজপথ থেকে হোটেলকক্ষ পর্যন্ত। ছবিতে ছবিতে ভারতীয় নারী ক্রিকেট দলের উদ্যাপনের সেই মুহূর্তগুলো দেখে নেওয়া যাক।