
শুক্রবার ইংল্যান্ডে শুরু হয়েছে অবসর নেওয়া ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লুসিএল)। ছয় দলের এই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামিরা।
ক্রিকেট মাঠ থেকে বিদায় নেওয়া এই ক্রিকেটাররা ডব্লুসিএলে নামছেন সোনাখচিত জার্সি পরে। ১৮ ক্যারেটের সোনা দিয়ে সজ্জিত জার্সিগুলো ৩০ গ্রাম, ২০ গ্রাম ও ১০ গ্রামের সংস্করণে তৈরি করা হয়েছে। নির্মাতারা বলছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্য ও কিংবদন্তিতুল্য স্পিরিটকে সম্মান জানাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজ১৮–এর খবরে বলা হয়, ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলের জন্য সোনাখচিত জার্সিগুলো তৈরি করেছে দুবাইভিত্তিক লাক্সারি ব্র্যান্ড লরেঞ্জ। এর প্রতিষ্ঠাতা রাজ করন দুগ্গাল বলেন, ‘এই যুগান্তকারী জার্সির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মহানদের সমৃদ্ধ ঐতিহ্য ও কিংবদন্তিতুল্য স্পিরিটকে সম্মান জানানো হচ্ছে—সেটা স্যার ক্লাইভ লয়েড থেকে ক্রিস গেইল এবং আধুনিক যুগের আইকনদের পর্যন্ত। এটি শুধু ক্রীড়াপোশাক নয়, এটি পরিধানযোগ্য ইতিহাস। রাজকীয় কারুকার্য, সাংস্কৃতিক গর্ব ও ক্রীড়া শ্রেষ্ঠত্বের এক নিখুঁত মিশেলও।’
সোনাখচিত জার্সিটির উদ্যোগ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নসের মালিক চ্যানেল২ করপোরেশনের। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অজয় শেঠি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলে অনেক কিংবদন্তি আছে। এই জার্সি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের সব বড় ক্রিকেটারের প্রতি একটি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে আমরা এ বছর ট্রফি জিততে চাই।’
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের এবারের আসরটি দ্বিতীয়। গত বছর ৬ দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও সেই ৬ দলই খেলছে। ১৮ জুলাই থেকে ২ আগস্ট ইংল্যান্ডের ৪টি ভেন্যুতে হবে মোট ১৮টি ম্যাচ।
শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এউইন মরগান, অ্যালিস্টার কুকদের ইংল্যান্ডকে ৫ রানে হারায় শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজদের পাকিস্তান। আজ দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। টুর্নামেন্টে অন্য দুটি দল ভারত ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস।