এক দিনেই ঘোষণা হয়ে গেল দুটি দল। বাংলাদেশ সময় গতকাল সকালে আসন্ন দুই টেস্টের সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। বিকেলে বিসিবি ঘোষণা করেছে প্রথম টেস্টের বাংলাদেশ দল। তবে দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, চোটের কারণে দুই টেস্টের কোনোটিতেই খেলবেন না পেসার তাসকিন আহমেদ।
তাসকিনের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বক্তব্য, ‘বাঁ অ্যাকিলিস টেন্ডনে সমস্যার কারণে তাসকিন এখন পুনর্বাসনে আছেন। এই সিরিজে তাঁকে পাওয়া যাবে না।’ একটি সূত্রে অবশ্য জানা গেছে, চাইলে একটু ঝুঁকি নিয়ে তাসকিনকে খেলিয়ে দেওয়া যেত জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। কিন্তু সামনে যেহেতু বাংলাদেশ দলের ব্যস্ত সময়, বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজের পরপরই পাকিস্তান সফর, নির্বাচকেরা চাননি তাঁকে পাঁচ দিনের ম্যাচ খেলানোর ঝুঁকিটা নিতে।
সাদা বলের ক্রিকেটে তাসকিনকে নিয়মিত পাওয়াটাকেই গুরুত্ব দিচ্ছে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি। জুনে শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের সিরিজ বাদ দিলে এফটিপি অনুযায়ী এ বছর বাংলাদেশ দলের আবার টেস্ট খেলার কথা নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে। তার আগপর্যন্ত ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ আছে পাকিস্তান (দুটি), শ্রীলঙ্কা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্ট খেলার চাপে না ফেলার বিনিময়ে তাসকিনকে এসব সিরিজের জন্যই নিশ্চিত করে পেতে চাচ্ছেন নির্বাচকেরা।
আর তাসকিনের চোটটাকে নিয়ন্ত্রণে রাখতেও বিশ্রামের প্রয়োজন। অন্য সমাধান অস্ত্রোপচার। কিন্তু সেটি বেশি জটিল এবং অস্ত্রোপচারের পরও সমস্যা সমাধানের শতভাগ নিশ্চয়তা নেই। অস্ত্রোপচারটাকে তাই শেষ সমাধান হিসেবেই দেখছে বিসিবির মেডিকেল বিভাগ। বিশ্রাম নিয়ে খেলেও যদি তাসকিন গোড়ালির সমস্যাটা ‘ম্যানেজ’ করে নিতে পারেন, আপাতত সেটিকেই যথেষ্ট ধরে নেওয়া হবে।
২০ এপ্রিল সিলেটে শুরু প্রথম টেস্টের দলে একমাত্র নতুন মুখ তরুণ পেসার তানজিম হাসান। জাতীয় দলের হয়ে ১০টি ওয়ানডে ও ১৮টি টি–টোয়েন্টি খেলে ফেললেও টেস্ট অভিষেকের অপেক্ষা এখনো ফুরায়নি ২২ বছর বয়সী এই পেসারের। পিএসএলে সুযোগ পাওয়া পেসার নাহিদ রানাকেও প্রথম টেস্টের দলে রাখা হয়েছে। এই টেস্টের পরপরই পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়ার কথা তাঁর, সে ক্ষেত্রে ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু দ্বিতীয় টেস্টের দলে নাহিদ রানা থাকবেন না। প্রথম টেস্টের ১৫ জনের স্কোয়াডে থাকা চার পেসারের অন্য দুজন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
কিন্তু প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে সর্বশেষ ম্যাচে ২৭ রানে ৩ উইকেট নেওয়া ইবাদত হোসেন কেন এ যাত্রায়ও জাতীয় দলে ফিরতে পারলেন না, সেই প্রশ্ন থেকেই যায়। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পান ইবাদত। অস্ত্রোপচার ও পুনর্বাসনপ্রক্রিয়া শেষে আশা ছিল, গত অক্টোবরে ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলবেন। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে থাকলেও ভারতে শুধু অনুশীলন আর কিছু পরীক্ষা-নিরীক্ষাই করাতে পেরেছেন ইবাদত, খেলায় ফেরা হয়নি।
জানুয়ারি–ফেব্রুয়ারিতে বিপিএল খেলার পর প্রিমিয়ার লিগেও এরই মধ্যে ঠিকঠাকভাবে পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন। তার পরও ইবাদতকে টেস্টের জন্য বিবেচনা না করার অন্যতম কারণ, চোট থেকে ফিরে এখনো যে চার দিনের ম্যাচই খেলেননি তিনি!
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন কাল এটাই বলেছেন প্রথম আলোকে, ‘লাল বলে ইবাদতকে খেলানোটা এখনো ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। চার দিনের ম্যাচ খেলে টেস্ট খেলাটা ভালো হবে তার জন্য।’
জানা গেছে, সর্বশেষ ভারত সফরে করানো এক পরীক্ষায় ইবাদতের দুই পায়ের শক্তির পার্থক্য পাওয়া গেছে ৩৩ শতাংশ, যেটাকে দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফেরার জন্য যথেষ্ট মনে করা হচ্ছে না। পার্থক্যটা এখন কতটা কমে এসেছে, তা জানতে জাতীয় দলের ট্রেনার নাথান কিলির তত্ত্বাবধানে আরেকবার পরীক্ষা করে দেখা হবে ইবাদতকে। সেই পরীক্ষার পরও টেস্টে ফেরানোর আগে ইবাদতকে চার দিনের ম্যাচে খেলিয়ে দেখতে চাইবেন নির্বাচকেরা।
জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের দলে উইকেটকিপার–ব্যাটসম্যান আছেন তিনজন। জাকের আলীর সঙ্গে আঙুলের চোটের কারণে গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে না খেলা মুশফিকুর রহিমকেও ফেরানো হয়েছে। ডাক পেয়েছেন গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে একমাত্র টেস্ট খেলা আরেক উইকেটকিপার–ব্যাটসম্যান মাহিদুল ইসলামও।
মুশফিক অবশ্য টেস্টে এখন আর কিপিং করেন না, দায়িত্বটা পালন করেন লিটন। লিটনের অনুপস্থিতিতে জাকের আলীর হাতে উঠতে পারে কিপিং গ্লাভস। যদিও নির্বাচকেরা লিটনের বিকল্প হিসেবে নিয়েছেন মাহিদুলকে।
দুই টেস্টের জন্য ঘোষিত জিম্বাবুয়ে দলটাকে অভিজ্ঞতার দিক দিয়ে ভালোই মনে হচ্ছে গাজী আশরাফ হোসেনের। তারপরও তাঁর বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ সময় কাটানো বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঘরের মাঠের এ সিরিজকে ফর্মে ফেরার উপলক্ষ বানাতে পারবেন।
প্রথম টেস্টের ভেন্যু সিলেটে ১১ এপ্রিল শুরু হবে নাজমুল হোসেনের দলের প্রস্তুতি ক্যাম্প। তবে ক্যাম্পে শুরু থেকেই থাকবেন না সব ক্রিকেটার। মিরপুরে ১২ এপ্রিল প্রিমিয়ার লিগে আবাহনী–মোহামেডান ম্যাচ। এই দুই দলের ক্রিকেটাররা সিলেটে যাবেন ম্যাচটি খেলে।