
এবারের শ্রীলঙ্কা সফরজুড়ে বাংলাদেশের বোলারদের ভোগাচ্ছেন কুশল মেন্ডিস। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের চাওয়া, তানজিদ–লিটন–নাঈম–হৃদয়রাও কুশল মেন্ডিসের মতো আক্রমণাত্মক ব্যাটিং করুক।
যেকোনো প্রশ্নের উত্তরে মুশতাক আহমেদের কথায় একটা শব্দ থাকবেই—বিশ্বাস। বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন কোচ বিশ্বাস করেন, বিশ্বাস থাকলে সব সম্ভব।
পাল্লেকেলেতে আজ ৭ উইকেটে প্রথম টি–টোয়েন্টি হারের পরও বারবারই সেটাই বলে গেলেন পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার। তাঁর সব ‘বিশ্বাস’ এক জায়গায় করলে যেটা দাঁড়ায় তা হলো, নিজের ওপর বিশ্বাস রেখে স্মার্ট, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। সেটা করতে গিয়ে হেরে যাওয়ার ভয় পেলে হবে না, সরে আসা যাবে না ইতিবাচক মানসিকতা থেকে।
এবারের পুরো সিরিজেই বাংলাদেশের বোলারদের হতাশা উপহার দিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস। আজও পাতুম নিশাঙ্কার ১৬ বলে ৪২ আর তাঁর ৫১ বলে ৭৩ রান শ্রীলঙ্কার জয়টাকে সহজ করেছে।
বাংলাদেশের ব্যাটসম্যানদেরও কুশল মেন্ডিসের মতো খেলার পরামর্শ মুশতাকের, ‘আমরা ভালো শুরু করেও তা ধরে রাখতে পারিনি। কুশল মেন্ডিস যেটা করে যাচ্ছে, আমাদের ব্যাটসম্যানদেরও তা–ই করা উচিত। ৩০–৪০ করে আউট না হয়ে গিয়ে ইনিংসটাকে বড় করতে হবে।’
প্রসঙ্গক্রমে মুশতাক বলেছেন, বাম ঊরুর মাংসপেশির চোটের কারণে জাকের আলীর না খেলা কিছুটা দুর্বল করেছে বাংলাদেশের ব্যাটিং। পারভেজ হোসেন আর তানজিদ হাসান শুরুটা ভালো করেছেন বলেও মুশতাকের কথা, ‘তারা ভালো ওপেনার, তবে তাদের দ্রুত কিছু জিনিস শিখে নিতে হবে। যেন ৪০–৫০ রানেই আউট হয়ে না আসে।’
শেষ দিকে উইকেটে গিয়ে দ্বিতীয় বলেই মহীশ তিকশানাকে ছক্কা মেরে ৫ বলে অপরাজিত ১৪ রান করা শামীম হোসেনের ‘ইন্টেন্ট’ ভালো লেগেছে স্পিন কোচের। দলের অন্য ব্যাটসম্যানদের মধ্যেও সেটা দেখতে চান তিনি।
মুশতাক বলেছেন, ‘টি–টোয়েন্টিতে একবার কোনো ব্যাটসম্যান রান পেতে শুরু করলে সেটাকে কাজে লাগাতে হবে। থিতু হওয়া ব্যাটসম্যানদেরই ইনিংস টেনে নিতে হবে।’ অনেকের মধ্যে সেই চেষ্টা দেখেছেনও তিনি। তবে সব সময় সব চেষ্টা সফল হবে না, মেনে নিচ্ছেন সেই বাস্তবতাও।
মুশতাকের বিশ্বাস, বাংলাদেশের ইনিংস ১৫৪ রানে শেষ না হয়ে ১৭০–১৮০–তে গেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। সেটা না হওয়ায় দলে ব্যাটসম্যানদের যেমন দায় দেখেন তিনি, কৃতিত্ব দিয়েছেন শ্রীলঙ্কার বোলারদেরও, ‘শ্রীলঙ্কার বোলারদের কৃতিত্ব দিতেই হবে। তারা নিঃসন্দেহে ভালো বোলিং করেছে। ভালো ইয়র্কার, স্লোয়ার দিয়েছে।’