শুবমান গিল ও সারা টেন্ডুলকার
শুবমান গিল ও সারা টেন্ডুলকার

লন্ডনে একই অনুষ্ঠানে গিল ও সারা, সম্পর্ক কি আবার জোড়া লেগে গেল

শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে শুবমান গিলের মন দেওয়া-নেওয়া চলছে, এমন গুঞ্জনের শুরু ২০২৩ সালে।

লন্ডনে পরশু রাতে বসেছিল সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মেলা। ক্যানসারজয়ী ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ‘ইউউইক্যান ফাউন্ডেশন’ ডিনার পার্টির আয়োজন করেছিল।

সেখানে ইংল্যান্ড সফররত ভারত টেস্ট দলের সঙ্গে ছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা, ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার ড্যারেন গফ ও কেভিন পিটারসেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার এবং যুবরাজ সিং নিজে।

তবে সবাইকে ছাপিয়ে নতুন করে আলোচনায় দুজন—ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিল ও শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। অতীতে গিল ও সারাকে নিয়ে প্রেমের গুঞ্জন চললেও তা বন্ধ হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে একে-অপরকে আনফলো করে দেওয়ায়।

যুবরাজ সিংয়ের পার্টিতে সারা টেন্ডুলকারকে দেখে মুচকি হাসেন শুবমান গিল

কিন্তু যুবরাজ সিংয়ের এই অনুষ্ঠানে আবারও দেখা হয়েছে গিল ও সারার। টেন্ডুলকার-কন্যার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভারতের নতুন টেস্ট অধিনায়ক আড়চোখে তাঁর দিকে তাকিয়ে মুচকি হেসেছেনও।

২৫ বছর বয়সী গিল ও ২৭ বছরের সারার এই চোখাচোখি হয়তো কাকতালীয়ভাবেই হয়েছে। কারণ, যুবরাজের নিমন্ত্রণেই তাঁর ফাউন্ডেশনের পার্টিতে গিয়েছিল ভারতীয় দল ও টেন্ডুলকারের পরিবার।

কিন্তু নেটিজেনদের ভাবনাকে কি আর পাশ কাটানো যায়? গিল ও সারার দেখা হওয়ার সেই মুহূর্তের একটি ছবি ছড়িয়ে পড়তেই অনেকের মনে ধারণা জন্মেছে, তাঁদের সম্পর্ক আবার জোড়া লেগেছে।

অনুষ্ঠানে গিল গিয়েছিলেন ভারতীয় দলের গাঢ় নীল ও কমলা রঙের ইউনিফর্ম পরে, সারার পরনে ছিল সাদা পোশাক। সেখানে বান্ধবীদের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন টেন্ডুলকার-কন্যা।

স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ও মেয়ে সারা টেন্ডুলকারকে নিয়ে যুবরাজ সিংয়ের পার্টিতে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার

সারার সঙ্গে গিলের মন দেওয়া-নেওয়া চলছে, এমন গুঞ্জনের শুরু ২০২৩ সালে। সেই বছর আইপিএল এবং ওয়ানডে বিশ্বকাপে গিলের খেলা দেখতে কয়েকবার স্টেডিয়ামে যান সারা। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে গিলের একেকটা বাউন্ডারি ও অর্ধশতকের পর ভিআইপি স্ট্যান্ডে বসা সারাকে করতালি দিতে দেখা যায়।

বিশ্বকাপ চলাকালীনই মুম্বাইয়ে মুকেশ আম্বানির শপিং মল ‘জিও ওয়ার্ল্ড প্লাজা’র উদ্বোধনী অনুষ্ঠানে গিল ও সারাকে একসঙ্গে দেখা যায়। অনুষ্ঠান শেষে তাঁরা একসঙ্গেই বের হচ্ছিলেন। এমন সময় পাপারাজ্জিদের ক্যামেরা নজরে পড়ে গিলের।

নিজেকে আড়াল করতে সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ান গিল। থামিয়ে দেন সারাকেও। এর কিছুক্ষণ পর একাই গাড়িতে চড়ে বসেন গিল। সে সময় সারা ভেতরেই দাঁড়িয়ে ছিলেন। গিল চলে যাওয়ার পর সারা বের হয়ে আরেকটি গাড়িতে বসেন।

তবে দুজনের কেউই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেননি বা স্বীকার করেননি। গত এপ্রিলে এক সাক্ষাৎকারে গিল জানান, ক্রিকেটে মনোযোগ দিতে তিনি তিন বছরের বেশি সময় ধরে সম্পর্কে জড়াননি।

আর সারার সঙ্গে বলিউড অভিনয়শিল্পী সিদ্ধান্ত চতুর্বেদীর কিছুদিন সম্পর্ক ছিল বলে খবর বের হয়। তবে গত মে মাসে কয়েকটি সংবাদমাধ্যম জানায়, সিদ্ধান্তের সঙ্গে সারার সম্পর্ক ভেঙে গেছে। সর্বশেষ পরশু রাতের এক ছবি গিল ও সারাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।  

ইংল্যান্ড সফরে অসাধারণ ব্যাটং করছেন শুবমান গিল

ইংল্যান্ড সফরে অবিশ্বাস্য ব্যাটিং করে চলেছেন গিল। হেডিংলি ও এজবাস্টনে প্রথম দুই টেস্টে ১৪৬.২৫ গড়ে করেছেন ৫৮৫ রান। দুই সেঞ্চুরির সঙ্গে আছে একটি ডাবল সেঞ্চুরিও। এজবাস্টনে গিলের মহাকাব্যিক ইনিংস দুটি (২৬৯ ও ১৬১) সিরিজে ১-১ সমতা ফেরাতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।

লর্ডসে আজ শুরু হয়েছে ইংল্যান্ড-ভারতের তৃতীয় টেস্ট।