
অস্ট্রেলিয়ার অধিনায়ক তিনি—তবে নিজের দেশের পর সবচেয়ে বেশি থাকা হয় ভারতেই। আইপিএলের সময় প্রায় দুই মাস তো বটেই, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সিরিজও হয় নিয়মিতই। সব মিলিয়ে প্যাট কামিন্সকে ভারতে আসতে হয় প্রায়ই।
তা যে তাঁর জন্য বেশ উপভোগ্য, তা তো আর বলার অপেক্ষা রাখে না। এমনিতেও অস্ট্রেলিয়ান ট্যুরিজম বোর্ডের দূত কামিন্স। সংস্থাটির হয়ে ভ্রমণ বিষয়ে প্রচার-প্রচারণা চালান তিনি। সম্প্রতি তেমনই একটি অনুষ্ঠানে কামিন্স ভারতে নিজের প্রিয় খাবারের কথা জানিয়েছেন।
কামিন্স বলেছেন, ‘স্বাদ, ঝাল, বৈচিত্র্য—ভারতীয় রান্নার অনেক কিছুই উপভোগ করার মতো আছে। আমি বাটার চিকেনের বড় ভক্ত, নান আর সবজির যেসব রান্না হয় ওগুলোরও—যেমন ডাল, পনির, যেটা সব সময়ই স্বাদের। যখনই আমি মুম্বাইয়ে থাকি, আমার একটা পাও ভাজি খাওয়া অবশ্যকীয় কাজ। সানরাইজার্সে খেলার সময় আমি যেকোনো অতিথিকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাই।’
এখন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব দিচ্ছেন কামিন্স। ভারতে ইতিহাস ও ঐতিহ্য বেশ সমৃদ্ধ। বছরের শুরুতে তা দেখাতে নাকি নিজের পরিবারের সদস্যদেরও নিয়ে এসেছিলেন তিনি, ‘দিল্লি ও মুম্বাইয়ের মতো জায়গায় ইতিহাস এবং আধুনিকতার একটা মিশেল আছে। এই বছরের শুরুর দিকে আমার পুরো পরিবারই এখানে ছিল। তারা প্রথমবার এসেছিল, বিশেষ একটা অভিজ্ঞতা নিয়ে গেছে।’
ভারতকে যতই পছন্দ করুন কামিন্স, তাঁকে নিয়ে দেশটির মানুষের তেমন একটা স্বস্তি থাকার কথা নয়। ২০২৩ সালে আহমেদবাদে প্রায় লাখখানেক ভক্তকে ‘চুপ’ করিয়ে দিয়ে বিশ্বকাপের শিরোপাটা তাঁর নেতৃত্বেই নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।