
গত দুই বছরে কোন ব্যাটসম্যান বোলারদের মনে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছেন? বেশির ভাগেরই উত্তর হওয়ার কথা ট্রাভিস হেড।
৩১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান মারকাটারি ব্যাটিংয়ের ধারাটা ধরে রেখেছেন আইপিএলেও। প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের যে মন্ত্র নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ মাঠে নামছে, সেটা বাস্তবায়ন করার বড় দায়িত্ব বাঁহাতি এই ওপেনারের।
যদিও এবারের আইপিএল হেডের জন্য এখন পর্যন্ত অম্লমধুর হয়ে আছে। ঘরের মাঠ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরুটা করেছিলেন ৩১ বলে ৬৭ রানের ইনিংস দিয়ে। একই মাঠে এরপর ২৮ বলে ৪৭। তবে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ দুই ম্যাচে করতে পেরেছেন ২২ ও ৪। চার ম্যাচের তিনটিতে হেরে হায়দরাবাদও আছে পয়েন্ট তালিকার তলানিতে।
তবে আজ রাতে নিজেদের পঞ্চম ম্যাচটা রাজীব গান্ধী স্টেডিয়ামে; প্রতিপক্ষ গুজরাট টাইটানস। হায়দরাবাদ নিশ্চয় এ ম্যাচ দিয়েই ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে চাইবে। হেডও চাইবেন বড় ইনিংস উপহার দিতে। তেমন কিছু করতে পারলে আজই পাঁচটি মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন তিনি, যার মধ্যে ৩টিই ছক্কার—
এই মাইলফলক ছুঁতে মারতে হবে ৪টি ছক্কা। আইপিএলে হেড এখন পর্যন্ত ৪৬ ছক্কার ৩৮টি মেরেছেন হায়দরাবাদের হয়ে, ৮টি মেরেছেন বেঙ্গালুরুতে থাকতে। মোট ছক্কার ৩৬টিই এসেছে ওপেনিংয়ে নেমে। ৩২টিই মেরেছেন গত মৌসুমে। এই মৌসুমে চার ম্যাচে বল সরাসরি সীমানাছাড়া করেছেন ছয়বার। রুদ্ররূপে দেখা দিলে আজ পাওয়ারপ্লেতেই ৫০ ছক্কায় পৌঁছে যেতে পারেন।
হেডের জন্য এই মাইলফলক ছোঁয়া মাত্র ১ বলের ব্যাপার। কারণ, ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে তাঁর ছক্কার সংখ্যা ৪৯। আইপিএলে ৪৬ ছক্কার কথা তো আগেই বলা হলো, বাকি ৩টি ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিপক্ষে।
এই মাইলফলক থেকে ৬ ছক্কা দূরে হেড। স্বীকৃত টি-টোয়েন্টিতে বর্তমানে তাঁর ছক্কার সংখ্যা ১৯৪। সবচেয়ে বেশি ৬১ ছক্কা মেরেছেন বিগ ব্যাশ লিগের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩টি ছক্কা জাতীয় দল অস্ট্রেলিয়ার হয়ে।
সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ৩৮ আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৮ ছক্কার কথাও আগেই বলা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফ্র্যঞ্চাইজি ওয়াশিংটন ফ্রিডমের হয়ে ১৮টি, তিন ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার, উস্টারশায়ার ও সাসেক্সের হয়ে মেরেছেন যথাক্রমে ৮, ৫ ও ৩টি ছক্কা।
এই মাইলফলক থেকে ৮৮ রান দূরে হেড। আইপিএলে এখন পর্যন্ত ২৯ ইনিংসে ৩৬.৪৮ গড়ে ৯১২ রান করেছেন তিনি। খেলেছেন দুটি দলের হয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ইনিংসে তাঁর রান ২৭৫, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৯ ইনিংসে ৭০৭ রান। আইপিএলে তাঁর সর্বোচ্চ সাত ইনিংসের চারটি হায়দরাবাদে। সেখানে আজ আরেকটি বড় ইনিংস খেলতে পারলেই অস্ট্রেলিয়ার ১৫তম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ১০০০ রান হয়ে যাবে।
হেডের পক্ষে আজ পাওয়ারপ্লেতে এই মাইলফলকও ছোঁয়া সম্ভব। আইপিএলে ১০০ চার থেকে তিনি পাঁচটি দূরে। বেঙ্গালুরুর হয়ে তাঁর চারের সংখ্যা ১২, হায়দরাবাদের জার্সিতে ৮৩টি। ৯৫ চারের ৬৪টিই মেরেছেন গত মৌসুমে।