Thank you for trying Sticky AMP!!

কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসের পঞ্চম ক্রিকেটার হিসেবে শুবমান গিল করেছেন ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি

গিলের ডাবল সেঞ্চুরির পরও কেন খুশি নন তাঁর বাবা

পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দ্বিশতক করেছেন শুভমান গিল। গতকাল হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৪৯তম ওভারের শুরুতেও ১৮২ রান ছিল গিলের, টানা তিন ছক্কায় দ্বিশতক পূর্ণ করেন দারুণভাবে। ২৩ বছর ১৩২ দিন বয়সে করা এই দ্বিশতক তাঁকে দিয়েছে আরও একটি রেকর্ড। গিল এখন ওয়ানডেতে দ্বিশতক করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান।

Also Read: এবার ওয়ানডেতে গিলের ডাবল সেঞ্চুরি

কিন্তু ‘ডাবল সেঞ্চুরি’ (দ্বিশতক) করেও তাঁর বাবা লখিন্দর গিলকে খুব একটা খুশি করতে পারেননি শুভমান। তাঁর বাবার ক্ষোভ, শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের শেষ ম্যাচে দ্বিশতকের সুযোগ ছিল গিলের। কিন্তু যথেষ্ট সময় পেয়েও তা করতে পারেননি। লখিন্দরের ভাষায়, ‘সে তো শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতেই দ্বিশতক তুলে নিতে পারত, কিন্তু যথেষ্ট সময় পেয়েও সে তা করতে পারেনি। বাজেভাবে আউট হয়েছে।’

ব্যাট হাতে এখন আকাশেই উড়ছেন শুবমান গিল

গিলের বাবার এ কথা ভারতের সংবাদমাধ্যম নিউজ-১৮–কে জানিয়েছেন শুভমান গিলের বাড়ির এক সদস্য। তাঁর নাম গুরক্রিত মান। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দিন শুভমানের বাবা লখিন্দর গিলের সঙ্গে ছিলেন তিনি। গুরক্রিত বলেছেন, শুভমান সেদিন দ্বিশতক করতে ব্যর্থ হওয়ার পর তাঁর বাবা নাকি আক্ষেপ করে বলেছেন, ‘শুভমান আর কবে শিখবে!’

Also Read: গিলের ২০৮ ছাপিয়ে যেতে পারল না ব্রেসওয়েলের ১৪০

২০২১ সালে ব্রিসবেনের গ্যাবায় নিজের প্রথম টেস্ট শতকের খুব কাছে পৌঁছেও ৯১ রানে ফিরেছিলেন শুভমান। গুরক্রিত জানিয়েছেন, শুভমানের বাবা সেদিন নাকি ছেলের ওপর বেজায় চটেছিলেন। শুভমান অবশ্য টেস্টে শতক পেয়েছেন গ্যাবার ১৬ ইনিংস পর গত মাসে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে।

এদিকে, ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার শুভমান গিলের এই ইনিংসের প্রশংসা করতে গিয়ে মহেন্দ্র সিং ধোনিকে স্মরণ করেছেন, ‘আমি যখন প্রথম ধোনিকে দেখি, তখন সে বেশির ভাগই ছক্কাই সোজাসুজি মারত। সে সময় মনে হয়েছিল, মেরে খেলায় ধোনি খুবই ধারাবাহিক হবে। গিলও একইভাবে ছক্কা মারতে পারে। তাকে নিয়ে আমি অত্যন্ত আশাবাদী।’