সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় টি–টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।
প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। লিটন দাসের দলের সামনে আজ ডাচদের প্রথমবারের মতো ধবলধোলাই করার সুযোগ।
লিটন, জাকেরদের আগে ব্যাট করতে দেখা—বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা নিশ্চয় এটাই চাইছিলেন। সমর্থকদের আশা আজ পূরণ হয়েছে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। আগের দুই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন দাস।
এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ যেহেতু সিরিজ জিতে নিয়েছে, তাই শেষ টি–টোয়েন্টির একাদশে কয়েকটি পরিবর্তন অনুমিতই ছিল।
বাংলাদেশের একাদশে এসেছে ৫ পরিবর্তন। শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলামকে জায়গা করে দিতে সরে গেছেন দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন, অলরাউন্ডার মেহেদী হাসান ও দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
২ বছর ১০ মাস পর বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টি খেলছেন নুরুল হাসান।
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রস, টিম প্রিঙ্গল, কাইল ক্লাইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও ড্যানিয়েল ডোরাম।
বাংলাদেশ: ১ ওভারে ৮/০
অধিনায়ক লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন সাইফ হাসান। ডাচ স্পিনার আরিয়ান দত্তের চতুর্থ বলে চারও মেরেছেন সাইফ। পরের বলটাও মারতে গিয়ে ক্যাচ তুলেছিলেন। কিন্তু ডিপ স্কয়ার লেগে সুযোগটা হাতছাড়া করলেন শারিজ আহমেদ।
বাংলাদেশ: ৩ ওভারে ৩৯/০
দুটি ডাবল, তিনটি চার আর শেষ বলে ছক্কা—বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ডোরামের ওভারে ২২ রান নিলেন লিটন দাস।
প্রথম ওভারে ‘জীবন’ পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারলেন না সাইফ হাসান। চতুর্থ ওভার করতে আসা কাইল ক্লাইনের প্রথম বলেই বোল্ড হয়ে ফিরলেন।
২ চারে ৮ বলে ১২ রান করেছেন সাইফ। তাঁর আউটের পর ব্যাটিংয়ে নেমেছেন তাওহিদ হৃদয়।
তবে উদ্বোধনী সঙ্গীকে হারালেও লিটন আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। ওভারের চতুর্থ বলে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মেরেছেন বাংলাদেশ অধিনায়ক।
ফ্রি হিটে আবারও বড় শট খেলার জন্য মনস্থির করে রেখেছেন লিটন। এমন সময় সিলেট স্টেডিয়ামের সব টাওয়ারের কয়েকটি ফ্লাডলাইটে সমস্যা দেখা দিল। আলো কমে যাওয়ায় খেলাও আপাতত বন্ধ।
বাংলাদেশ: ৪ ওভারে ৫৬/১
সব ফ্লাডলাইট জ্বলেছে। খেলা আবারও শুরু হয়েছে। ফ্রি হিটে বাউন্ডারি মেরেছেন লিটন। তবে পরের বলেই তিনি ‘জীবন’ পেলেন। শারিজ আহমেদ আজ যেন হাতে মাখন মেখে এসেছেন! ম্যাচের প্রথম ওভারে তিনি সাইফের দেওয়া ক্যাচ ফসকেছিলেন। এবার ডিপ মিড উইকেটে ছাড়লেন লিটনের দেওয়া ক্যাচ।
বাংলাদেশ: ৪.১ ওভারে ৬০/১
উইকেট, ছক্কা, ওয়াইড, নো বল, ফ্লাডলাইটে সমস্যা, ফ্রি হিট, চার, ক্যাচ মিস—সর্বশেষ ১৫ মিনিটে নাটকীয় সব ঘটনা ঘটল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। শুধু বৃষ্টির আগমনই বোধ হয় বাকি ছিল। এখন বৃষ্টিও চলে এল।
ফ্লাডলাইটের সমস্যায় প্রায় ৯ মিনিট খেলা বন্ধ থাকার পর তিন বল হতেই বৃষ্টি নামল। মাঠকর্মীরা তাড়াহুড়ো করে পিচ ও এর চারপাশ কাভারে ঢেকে ফেললেন। খেলোয়াড়েরাও ছুটলেন ড্রেসিংরুমের দিকে।
খেলা আবারও বন্ধ।
সিলেটে বাংলাদেশ–নেদারল্যান্ডস সিরিজ কাভার করতে যাওয়া প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুল হাসান জানালেন, বৃষ্টি থেমেছে। পিচের ওপর থেকে কাভারও সরিয়ে ফেলা হয়েছে। কিউরেটর টনি হেমিংয়ের সঙ্গে পিচের পাশে দাঁড়িয়ে আছেন চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছিল। বৃষ্টি থামার পর খেলা শুরু হলো সন্ধ্যা ৭টা ১২ মিনিটে। ৩৫ মিনিট নষ্ট হলেও ওভার কাটা হয়নি।
বাংলাদেশ: ৬ ওভারে ৬৭/১
ফ্লাডলাইটের সমস্যা ও বৃষ্টির কারণে দুই দফা খেলা বন্ধ থাকায় পাওয়ারপ্লে শেষ হতে লাগল প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট। প্রথম ৬ ওভারে বেশ দাপুটে ব্যাটিং করেছে বাংলাদেশ। নির্দিষ্ট করে বললে অধিনায়ক লিটন দাস। তিনি ২২ বলে ৪৫ রানে অপরাজিত আছেন। সাইফ আউট হওয়ার পর লিটনকে সঙ্গ দিচ্ছেন হৃদয় (৬*)।
ড্যানিয়েল ডোরামের বলে ছক্কা মেরেছেন ফিফটি পূরণ করলেন লিটন দাস, ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসানকে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন সবচেয়ে বেশি ১৪টি ফিফটি লিটনের, সাকিবের হাফ সেঞ্চুরি ১৩টি।
বাংলাদেশ: ৯ ওভারে ৮২/২
তাওহিদ হৃদয়কে দেখে এক মুহূর্তের জন্য আত্মবিশ্বাসী মনে হয়নি। একাধিকবার বড় শট খেলার চেষ্টা করলেও ব্যাটে–বলে হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত বড় শট খেলতে গিয়েই তাঁর মন্থর ইনিংস থেমে গেল। টিম প্রিঙ্গলের বিক্রমজিৎ সিংকে ক্যাচ দিয়ে ফিরলেন হৃদয়। করতে পারলেন মাত্র ৯ রান। তাঁর ১৪ বলের ইনিংসে ৮টিই ডট।
হৃদয় আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছেন শামীম হোসেন।
বাংলাদেশ: ১০ ওভারে ৮৯/২
পাওয়ারপ্লের পর বাংলাদেশের রানের লাগাম টেনে ধরেছে নেদারল্যান্ডস। সর্বশেষ ৪ ওভারে ডাচরা ২২ রান দিয়ে নিয়েছে ১ উইকেট। এই সময়ে বাউন্ডারি এসেছে মাত্র ২টি।
বাংলাদেশ: ১১ ওভারে ১০২/২
আবারও হাত খুলে ব্যাট চালাতে শুরু করেছেন লিটন। পল ফন মিকেরেনের এই ওভারে তিনি মারলেন একটি চার ও ছক্কা। বাংলাদেশের সংগ্রহও ১০০ পেরিয়ে গেল।
বাংলাদেশ: ১৩ ওভারে ১১৪/২
আক্ষরিক অর্থেই হাতে মাখ মেখে যেন ফিল্ডিংয়ে নেমেছে নেদারল্যান্ডস। শারিজ আহমেদ দুটি ক্যাচ মিস করার পর এবার ক্যাচ ফসকালেন টিম প্রিঙ্গল। সব মিলিয়ে সাইফ একবার এবং লিটন দুবার ‘জীবন’ পেলেন।
আরিয়ান দত্তর শর্ট বলে সজোরে কাভারে মেরেছিলেন লিটন। সেখানে ডাইভ দিলেও বল মুঠোবন্দী করতে পারলেন না প্রিঙ্গল।
সিরিজের প্রথম দুই ম্যাচে ৫৪ ও ১৮ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। আজও অপরাজিত থাকলে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তিনিই হতেন বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান, যিনি তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে তিনবার ব্যাট করে নট আউট থাকলেন।
কিন্তু সেটা হলো না। কাইল ক্লাইনের বলে মিড অফে ম্যাক ও’ডাউডকে ক্যাচ দিয়ে ফিরলেন লিটন। আউট হওয়ার আগে ৪৬ বলে করলেন ৭৩ রান।
দ্বিপক্ষীয় টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশিবার অপরাজিত থাকার রেকর্ডটা এখনো মাহমুদউল্লাহর। ২০২১ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তিনবার নট আউট ছিলেন মাহমুদউল্লাহ।
বাংলাদেশ: ১৫ ওভারে ১২৭/৪
লিটন আউট হওয়ার এক বল পর শামীমও আউট হলেন। ক্লাইনের বলে পুল করতে গিয়ে উইকেটের পেছনের স্কট এডওয়ার্ডসের হাতে ধরা পড়লেন শামীম।
ক্রিজে এখন নতুন দুই ব্যাটসম্যান জাকের আলী ও নুরুল হাসান।
বাংলাদেশ: ১৮ ওভারে ১৬৩/৪
কাইল ক্লাইনের শেষ ওভারে চড়াও হয়েছেন নুরুল হাসান ও জাকের আলী। দুজনে মিলে মেরেছেন তিন ছক্কা। এই ওভার থেকে এল ২২ রান।
বাংলাদেশ ইনিংসের ১৯তম ওভার করতে এসেছেন আরিয়ান দত্ত। প্রথম বলটা করেছেন ফুল টস। কিন্তু জাকের ব্যাটে লাগাতে পারেননি। ডাচরা এলবিডব্লুর আবেদন করলে আম্পায়ার মাসুদুর রহমান জাকেরকে আউট দেন। তবে রিভিউয়ে দেখা গেল, বল লেগ স্টাম্পের বাইরে পিচড করেছে। তাই আম্পায়ার মাসুদুরকে সিদ্ধান্ত বদলাতে হলো।
বাংলাদেশ: ১৮.২ ওভারে ১৬৪/৪
আড়াই ঘণ্টা পেরিয়েও শেষ হয়নি বাংলাদেশের ইনিংস। হবে কী করে? সিলেটে যে আবারও বৃষ্টি নেমেছে! ইনিংসের ১০ বল বাকি থাকতে আবারও খেলা বন্ধ করতে বাধ্য হলেন আম্পায়াররা।
সিলেটে এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পিচ ও এর চারপাশ এখনো কাভারে ঢাকা। ম্যাচ শুরুর সোয়া ৩ ঘণ্টা পেরোলেও বাংলাদেশের ইনিংসই শেষ হয়নি। এরই মধ্যে ওভার কাটা শুরু হয়েছে। এর অর্থ, বাংলাদেশ আর ব্যাটিংয়ে নামবে না। বৃষ্টি থামলে ডিএলএস পদ্ধতিতে ঠিক করা হবে নেদারল্যান্ডসের লক্ষ্য।
মাঠে থাকা প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুল হাসান জানালেন, ম্যাচের ফল আনতে হলে নেদারল্যান্ডসকে রাত ৯টা ৪৮ মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামতে হবে। কিন্তু সিলেটে এখনো বৃষ্টি থামেনি। দ্রুততম সময়ের মধ্যে মাঠ শুকিয়ে খেলা শুরুর করা তো অনেক দূরের বিষয়। তাই ম্যাচ যে পরিত্যক্ত হতে চলেছে, তা এক রকম নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আবারও ঝুম বৃষ্টিতে রূপ নিয়েছে। তাই মাঠ পরিদর্শনে যাওয়ার আগেই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা দিলেন আম্পায়াররা। তাই নেদারল্যান্ডসকে ধবলধোলাই করা হলো না বাংলাদেশের।
বাংলাদেশ: ১৮.২ ওভারে ১৬৪/৪ (লিটন ৭৩, নুরুল ২২*, শামীম ২১, জাকের ২০*, সাইফ ১২; ক্লাইন ৩/৫৩, প্রিঙ্গল ১/১৮)। ফল: ম্যাচ পরিত্যক্ত। সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী।
মূলত এশিয়া কাপ প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। এতে লিটন দাসের দলকে সফলই বলা যায়।
এশিয়া কাপে খেলতে আগামী ৬ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। মহাদেশীয় এই টুর্নামেন্টে লিটন–মোস্তাফিজ–জাকের–তাসকিনদের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে।
সেই ম্যাচের সরাসরি ধারাবিবরণী, ঘটনাপ্রবাহ, তথ্য ও পরিসংখ্যান নিয়ে আবারও হাজির হবে প্রথম আলো ক্রীড়া বিভাগ। সবাই ভালো থাকবেন। শুভকামনা।