Thank you for trying Sticky AMP!!

গত দুই ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠতে পারেনি ভারত

‘অভ্যন্তরীণ’ ঝামেলায় ট্রফি জেতে না ভারত, মনে করেন রশিদ লতিফ

আরেকটি ওয়ানডে বিশ্বকাপ যখন সামনে, তখন ভারত কেন এক দশক ধরে আইসিসি টুর্নামেন্ট জেতে না—এমন আলোচনা বেশ গতি পেয়েছে। এ নিয়ে নানাজনের নানা মত। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফের মনে হচ্ছে, ভারতের আইসিসি টুর্নামেন্ট না জেতার কারণ ‘অভ্যন্তরীণ’। বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় ভারতীয় দলে ছন্দপতন ঘটেছে বলে মনে করেন তিনি।

ভারত আইসিসি টুর্নামেন্টে সর্বশেষ শিরোপা জিতেছিল ২০১৩ সালের আইসিসি ট্রফিতে। এরপর দুটি ওয়ানডে বিশ্বকাপ, তিনটি টি–টোয়েন্টি বিশ্বকাপ আর টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ফাইনাল খেলেও ট্রফি জিততে পারেনি তারা।

এর মধ্যে ২০১৯ বিশ্বকাপের পর মহেন্দ্র সিং ধোনি ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিলে দায়িত্ব দেওয়া হয় কোহলিকে। তাঁর নেতৃত্বে খেলে ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। এরপর কোহলি টি–টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিলে ভারতীয় বোর্ড বিসিসিআই তাঁকে ওয়ানডে থেকেও সরিয়ে দেয়।

পাকিস্তানের সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান রশিদ লতিফ

রশিদ লতিফের মতে, কোহলিকে সরিয়ে দেওয়াটা ভারতের এগিয়ে যাওয়ার পথে ছন্দপতন ঘটিয়েছে, ‘কোহলি একটা নির্দিষ্ট অভিমুখে ছিল, জিততে চেয়েছিল। কিন্তু ওকে সরিয়ে দেওয়া হলো। এই দল অভ্যন্তরীণ ঝামেলার কারণে পারফর্ম করতে পারল না। তারা আইসিসি টুর্নামেন্টেও পারফর্ম করতে পারেনি। হতে পারে অধিনায়ক যেসব খেলোয়াড়কে চেয়েছে পায়নি, অথবা পেয়েছে ঠিকই, কিন্তু সঠিকভাবে কাজে লাগানো হয়নি।’

অক্টোবরে বিশ্বকাপ খেলার আগে চলতি মাসে শুরু হচ্ছে এশিয়া কাপ। এ দুটি টুর্নামেন্টের জন্য ভারতের ভালো দলই আছে বলে মনে করেন রশিদ। ব্যাটিং অর্ডারের ৪ নম্বর পজিশন নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি যে অপূর্ণতার কথা বলেছেন, সেটিও মিটে যাবে বলে নিজের ইউটিউব চ্যানেলে আশাবাদ প্রকাশ করেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান, ‘ভারতের সামনে দুটি বড় টুর্নামেন্ট। শ্রীলঙ্কায় খেলবে এশিয়া কাপ, দেশের মাটিতে খেলবে বিশ্বকাপ। ওদের দলটা এখনো খুব ভালো। তারা একজন ৪ নম্বর খেলোয়াড়ও পেয়ে যাবে।’

Also Read: পরীক্ষা-নিরীক্ষায় ধ্বংস হচ্ছে ভারত, বলছেন পাকিস্তান কিংবদন্তি

২০১৭ সালে যুবরাজ সিংয়ের অবসরের পর থেকে এখন পর্যন্ত ৪ নম্বরে ১৭ জনকে খেলিয়েছে ভারত। কিন্তু কেউই থিতু হতে পারেননি। এ সময়ে ২০ ইনিংসে ৪৭.৩৫ গড়ে ৮০৫ রান তুলে যিনি সবচেয়ে বেশি সফল, সেই শ্রেয়াস আইয়ার গত কয়েক মাস চোটের কারণে মাঠের বাইরে।

Also Read: কোহলি-রোহিতদের ‘সব জানি’ মনোভাবের সমালোচনা কপিলের

রশিদের মতে, টপ অর্ডারের তিন ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে যাওয়ার কারণে ৪ নম্বর পজিশন নিয়ে বেশি ভাবতে হচ্ছে ভারতকে। এর সমাধানে শিখর ধাওয়ানকে ফেরানোর পক্ষে মত দেন তিনি, ‘সমস্যাটা তৈরি হচ্ছে প্রথম তিনজন দ্রুত আউট হয়ে যাওয়ার কারণে। প্রথম তিনজন ২৫–৩০ ওভার খেলতে পারলে তারা সহজে জিততে পারবে। তারা শিখর ধাওয়ানকে ফেরাতে পারে, এক বছরের কম সময় আগে একটি ট্যুরে অধিনায়ক বানানো হয়েছিল। আপনার খেলোয়াড় আছে, কিন্তু তাদের আপনি এখানে–ওখানে ছুড়ে ফেলছেন।’

Also Read: তিন সংস্করণ মিলিয়ে বাবরকে সেরা মনে করেন কোহলিও