Thank you for trying Sticky AMP!!

দারুণ সময় পার করছেন নাজমুল হোসেন

র‍্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগোলেন নাজমুল হোসেন

সময় এখন নাজমুল হোসেনের। ইংল্যান্ডকে ধবলধোলাই করার সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেয়েছেন এই ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়েছেন নাজমুল।

শেষ টি-টোয়েন্টিতে পারফর্ম করার পুরস্কার পেয়েছেন ওপেনার লিটন কুমার দাসও। এগিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানও। আর এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংসে খেলেছেন নাজমুল। প্রথম টি-টোয়েন্টিতে ৫১ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতার পর পরের দুই ম্যাচে করেছেন অপরাজিত যথাক্রমে ৪৬ ও ৪৭ রান।

Also Read: নাজমুলের জন্য একটি প্ল্যাকার্ড এবং চন্দ্রবিন্দুর সেই গানের লাইন

সিরিজে সর্বোচ্চ ১৪৪ রান করে হয়েছেন সিরিজ সেরা। এমন পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়ে এখন ১৬তম স্থানে উঠে এসেছেন নাজমুল। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে যা সেরা অবস্থান। একইসঙ্গে বিরাট কোহলির কাছাকাছিও চলে এসেছেন নাজমুল। র‍্যাঙ্কিংয়ে কোহলির অবস্থান ১৫।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও সর্বশেষ ম্যাচে খেলেছেন ৭৩ রানের ইনিংস। তাতে লিটন এগিয়েছেন ৯ ধাপ, উঠে এসেছেন ২২ নম্বরে। মোস্তাফিজুর রহমানের ফর্ম নিয়ে আলোচনা থাকলেও টি-টোয়েন্টি সিরিজে পারফর্ম করেছেন মোস্তাফিজ

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টিতে ফিফটি করার পর লিটন

সর্বশেষ টি-টোয়েন্টিতে তাঁর ১৪ রান দিয়ে নেওয়া ১ উইকেটের স্পেল ইংল্যান্ডের জন্য জয়ের সমীকরণ কঠিন করেছিল। তাতে ১৬ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ২০তম অবস্থানে উঠে এসেছেন মোস্তাফিজ। ৯ ধাপ এগিয়ে সাকিব আছেন ২৪ নম্বরে। তাসকিন এগিয়েছেন ৭ ধাপ, আছেন ৪১ নম্বরে। হাসান মাহমুদ আছেন ৪৭তম স্থানে। টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

Also Read: চরিত্র বদলে টি–টোয়েন্টিতে লিটনের সর্বোচ্চ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সর্বশেষ টেস্টে সেঞ্চুরি করে ১২০৫ দিনের খরা কাটিয়েছিলেন বিরাট কোহলি। সেই সেঞ্চুরিতে টেস্টে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন কোহলি। টেস্টে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে আছেন মারনাস লাবুশেন।