নাজমুল হোসেনের টেস্ট অধিনায়কত্ব–অধ্যায় শেষ। কলম্বো টেস্টে বাংলাদেশের হারের পর এই সংস্করণে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাটা তিনি নিজেই দিয়েছেন। নাজমুল শ্রীলঙ্কা সিরিজের পর আর টেস্ট দলের নেতৃত্বে থাকতে চান না, সেটা শোনা যাচ্ছিল তাঁকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই।
আজ এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানালেন নাজমুল। গত বছর ফেব্রুয়ারিতে তিনটি সংস্করণেই অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল আজকের ঘোষণার মধ্য দিয়ে কোনো সংস্করণেই আর অধিনায়ক রইলেন না। নাজমুলের অধিনায়কত্বে কেমন করল বাংলাদেশ, সে প্রশ্ন এখনই উঠতেই পারে।
গত বছর ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার আগেও এই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল। ২০২৩ সালের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে নাজমুলের অধীনেই খেলেছিল বাংলাদেশ।
সব মিলিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ১৪ ম্যাচে। যেখানে বাংলাদেশ জিতেছে ৪টি, হেরেছে ৯ ম্যাচ। আর শ্রীলঙ্কা সিরিজে গলে প্রথম টেস্টে পাওয়া ড্র–ই নাজমুলের অধিনায়কত্বে বাংলাদেশের একমাত্র ড্র।
এ সময়ে বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষেও টেস্ট জিতেছে। অধিনায়ক হিসেবে তাঁর প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় নিউজিল্যান্ডকে। গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২–০ তে সিরিজ জেতে বাংলাদেশ। বাকি জয়টা এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি বছরেই।
টেস্টে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে বাংলাদেশের মোট ১৪ অধিনায়কের মধ্যে ৭ জন অধিনায়ক ন্যূনতম ১০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন—মুশফিকুর রহিম (৩৪), সাকিব আল হাসান (১৯), হাবিবুল বাশার (১৮), মুমিনুল হক (১৭), নাজমুল হোসেন (১৪), মোহাম্মদ আশরাফুল (১৩) ও খালেদ মাসুদ (১২)। তাঁদের মধ্যে নাজমুলের জয়ের হার সবচেয়ে বেশি (২৮.৫৭ শতাংশ)।
তা নাজমুল নিজে কেমন করেছেন? ক্যারিয়ার গড়ের চেয়ে অধিনায়ক হিসেবে নাজমুলের গড় ভালো। ক্যারিয়ার গড় যেখানে ৩২.১৯, সেখানে অধিনায়ক হিসেবে গড় ৩৬.২৪। ৭টি সেঞ্চুরির মধ্যে ৩টিই এসেছে এ সময়ে। এর মধ্যে দুটি সেঞ্চুরি এসেছে গল টেস্টে। অধিনায়ক হিসেবে নাজমুলের মোট রান ৯০৬।
ওয়ানডে ও টি–টোয়েন্টিতে নাজমুলের পরিসংখ্যান বলছে, ৫০ ওভারের সংস্করণে ১৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪ ম্যাচ জিতেছেন তিনি। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে তাঁর ব্যাটিং গড় ৫১.২৭। রান করেছেন ৫৬৪।
টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে ২৪ ম্যাচে ১০টি জিতেছেন নাজমুল। তবে এই সংস্করণে অধিনায়ক হিসেবে তাঁর ব্যাটিং পারফরম্যান্স অতটা ভালো নয়। অধিনায়ক হিসেবে যে ২২ ইনিংস নাজমুল ব্যাটিং করেছেন, সেখানে তাঁর ফিফটি মাত্র একটি। রান করেছেন ১৮.৭৬ গড়ে ৩৯৪।