বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ে ফেরার প্রক্রিয়া অনেক ক্ষেত্রেই সহজ—অন্য কারও খারাপ করা। এনামুল হকও এর ব্যতিক্রম ছিলেন না। দুই ওপেনার জাকির হাসান–মাহমুদুল হাসানের টানা ব্যর্থতায় সুযোগ পান এই ওপেনার। গত বছর প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে ৭০০ রানও করেন এনামুল।
আন্তর্জাতিক মঞ্চে ফিরে এসেও প্রথম ম্যাচে একটা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন এনামুল—গত এপ্রিলে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সাদমান এবং তাঁর শত রানের জুটিতে ৩২ ইনিংস ও ২৮ মাস পর উদ্বোধনী জুটিতে এক শ পেরোনো জুটি পায় বাংলাদেশ। তবে ব্যক্তিগতভাবে এনামুল তেমন সুবিধা করতে পারেননি।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন বছর পর টেস্ট দলে ফেরার সে ম্যাচে ৩৯ রান করেন। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে চার ইনিংসে তাঁর রান যথাক্রমে ০, ৪, ০ ও ১৯। এমন ব্যাটিংয়ের পর স্বাভাবিকভাবেই তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। যেটি কলম্বো টেস্টে বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারের পর পৌঁছে গিয়েছিল বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেনের কাছেও। সংবাদ সম্মেলনে তাঁর কাছে এনামুলের দলে সুযোগ পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।
উত্তরে নাজমুল মনে করিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেটে এনামুলের রানের পরিসংখ্যান, ‘৯ হাজার (৯০৬৬) প্রথম শ্রেণির রান—২৪টা সেঞ্চুরি, ৪৯টা পঞ্চাশ। এ রকম অভিজ্ঞ খেলোয়াড়কে আমরা কেন দলে নেব না? ওই চিন্তা করেই নেওয়া হয়েছিল। আমাদের ওপেনাররা ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছিল শেষ কয়েক বছর ধরে। (মাহমুদুল) জয়–জাকির কিছু কিছু ম্যাচ ভালো করেছে, তারপর দেখা গেছে ও রকম অবদান রাখতে পারেনি।’
টেস্টে এনামুল কখনোই ভালো করতে পারেননি। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষেই এই সংস্করণে অভিষেক হয় তাঁর। সব মিলিয়ে ৮ ম্যাচের ১৫ ইনিংসে এখন পর্যন্ত ১৬২ রান করেছেন নাজমুল। তবে পরিসংখ্যান ছাড়াও এনামুলকে দলে নেওয়ার পেছনে কাজ করেছে আরও একটি কারণ।
নাজমুল বলেছেন, ‘আমরা এ রকম একজন অভিজ্ঞ খেলোয়াড় খুঁজছিলাম, যার অনেক রান আছে। যে কি না অভিজ্ঞ একটু এই সংস্করণে। এই চিন্তা করেই দলে তাঁকে নেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক, (রান) করতে পারে নাই। সুযোগ ছিল। কিন্তু হ্যাঁ, সে দিতে পারে নাই দলের জন্য এটা অবশ্যই হতাশাজনক।’
এখনো অবশ্য এনামুলের ওপর বিশ্বাস রাখতে চান কলম্বো টেস্টের পর এই সংস্করণে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়া নাজমুল, ‘আমি এখনো বিশ্বাস করি, তাঁর যদি সামনে সুযোগ আসে, অবশ্যই সে ভালো কিছু করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, শুধু তাঁর ওপর দোষ দেওয়াটা বোকামি হবে, দল হিসেবে আমরা এ ম্যাচটা ভালো খেলি নাই।’