বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ১ম টি–টোয়েন্টির শুরু থেকে শেষ

স্বাগতম!

স্টেডিয়ামে পৌঁছার পর বাস থেকে নামছে বাংলাদেশ দল

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম টিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। এর আগে ঢাকায় ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের উইকেট ব্যাটিংবান্ধব। টি–টোয়েন্টি সিরিজটি তাই বাংলাদেশের বোলারদের জন্য পরীক্ষাও। সেই পরীক্ষা কেমন হতে পারে, তা নিয়ে চট্টগ্রাম থেকে জানিয়েছেন প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান। পড়তে ক্লিক করুন নিচের লিংকে—

চট্টগ্রামের ব্যাটিং উইকেটে পাস করবেন তো বোলাররা

বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, তিনি চ্যালেঞ্জ চান ওয়েস্ট ইন্ডিজ দলের কাছ থেকে। পড়তে ক্লিক করুন নিচের লিংকে—

সিরিজ সামনে রেখে গতকাল বাংলাদেশ দলের অনুশীলনের একটি মুহূর্ত

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম টি–টোয়েন্টিতে টসে হেরেছেন লিটন দাস

চোট থেকে সেরে উঠে বাংলাদেশ দলে ফেরা অধিনায়ক লিটন দাসের টস–ভাগ্য সহায় হলো না। টসে জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। তিনি লিটনের দলকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন।

এ ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে ৭ বছর পর টি–টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। ২০১৮ সালে সিলেট ও মিরপুরে অনুষ্ঠিত সর্বশেষ সিরিজে ২–১ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা।

বাদ জাকের, একাদশে ৩ পেসার

লিটন দাসের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী। তাঁর অধিনায়কত্বে আফগানদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই জাকেরের আজ একাদশে জায়গা হয়নি।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশে ২ পেস বোলিং অলরাউন্ডার

ওয়েস্ট ইন্ডিজ ৬ জন স্বীকৃত বোলার নিয়ে খেলতে নামছে। তাঁদের মধ্যে দুজন পেস বোলিং অলরাউন্ডার—জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। দুজনেরই বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়ের ও জেডেন সিলস।
বাংলাদেশ দলের জাতীয় সংগীত গাওয়ার মুহূর্ত

১ মিনিট নীরবতা পালন

খুলনায় আজ জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন বরিশাল বিভাগীয় ক্রিকেট দলের ফিজিও হাসান আহমেদ। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হাসান আহমেদের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ দল আজ কালো বাহুবন্ধনী পরে খেলতে নেমেছে। ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতাও পালন করা হয়েছে। 

প্রয়াত হাসান আহমেদের প্রতি সম্মান জানিয়ে ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়

বোলিংয়ে নাসুম, ওয়েস্ট ইন্ডিজের সাবধানী শুরু

ওয়েস্ট ইন্ডিজ: ১ ওভারে ৩/০

মিরপুরে শেষ দুই ওয়ানডেতে শুরুতে বোলিং করেছেন নাসুম আহমেদ। প্রথম টি–টোয়েন্টিতেও বাঁহাতি এই স্পিনারকে দিয়ে প্রথম ওভার করানো হলো। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার অ্যালিক অ্যাথানেজ ও ব্র্যান্ডন কিং তাঁকে দেখেশুনে খেলেছেন, নিতে পেরেছেন ৩ রান।

৩ ওভারে ৩ বোলার, অবশেষে বাউন্ডারি ওয়েস্ট ইন্ডিজের

ওয়েস্ট ইন্ডিজ: ৩ ওভারে ১৩/০

নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান—৩ ওভারে ৩ জনকে দিয়ে বোলিং করালেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বাউন্ডারির খোঁজে থাকা ওয়েস্ট ইন্ডিজ অবশেষে তা পেয়ে গেল তৃতীয় ওভারের শেষ বলে

তানজিম ওভারের শেষটায় শর্ট বল দিয়েছিলেন। পুল করে সেটিকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে সীমানা ছাড়া করলেন কিং। আগের বলেই অবশ্য রানআউট হওয়া থেকে বেঁচে গেছেন কিংয়ের উদ্বোধনী সঙ্গী অ্যাথানেজ।

তাসকিনের এলোমেলো বোলিং

ওয়েস্ট ইন্ডিজ: ৪ ওভারে ৩০/০

নিজের দ্বিতীয় ওভার ভুলে যেতে চাইবেন তাসকিন আহমেদ। এলোমেলো বোলিংয়ে দিলেন ১৭ রান। ওভার শেষ করতে লাগল ৯ বল। কারণ, দিয়েছেন ৩টি ওয়াইড। সেই সঙ্গে অ্যাথানেজ মেরেছেন ৩টি চার।

বাজে বোলিংয়ের পর তাসকিনের মাথায় হাত

মোস্তাফিজের দারুণ বোলিং

ওয়েস্ট ইন্ডিজ: ৫ ওভারে ৩৪/০

আগের ওভারে তাসকিন ১৭ রান দিলেও মোস্তাফিজুর রহমান বোলিংয়ে এসে ওয়েস্ট ইন্ডিজের রানের লাগাম টেনে ধরলেন। স্লোয়ার, কাটার আর শর্ট বলের মিশেলে মোস্তাফিজ দিলেন মাত্র ৪ রান।

পাওয়ারপ্লে শেষ

ওয়েস্ট ইন্ডিজ: ৬ ওভারে ৩৫/০

পাওয়ারপ্লের শেষ ওভার করতে এসে দুর্দান্ত বোলিং করলেন নাসুম আহমেদ। এই ওভারে দিলেন মাত্র ১ রান। প্রথম ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ কোনো উইকেট না হারালেও খুব বেশি রানও তুলতে পারেননি।

পাওয়ারপ্লের শেষ ওভারে মাত্র ১ রান দিয়েছেন নাসুম

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ছক্কা

ওয়েস্ট ইন্ডিজ: ৭ ওভারে ৪৮/০

প্রথম ছক্কা পেতে সপ্তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। প্রথমবার বোলিংয়ে আসা রিশাদ হোসেনের দ্বিতীয় বলে লং অফের ওপর দিয়ে ছক্কা মারলেন কিং। চতুর্থ বলে অ্যাথানেজ মারলেন চার। এই ওভার থেকে এল ১৩ রান।

ওয়েস্ট ইন্ডিজকে দারুণ শুরু এনে দিয়েছেন কিং ও অ্যাথানেজ

৫০ পেরোল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ: ৮ ওভারে ৫৮/০

বোলিংয়ে ফিরেছেন তানজিম হাসান। এবার ছক্কা মেরেছেন অ্যাথানেজ। তানজিমের এই ওভার থেকে এল ১০ রান। বিনা উইকেটেই ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ পেরিয়ে গেল ৫০।

অবশেষে উইকেট, রিশাদের বলে বোল্ড অ্যাথানেজ

ওয়েস্ট ইন্ডিজ: ৯ ওভারে ৬২/১

হাতে ১০ উইকেট, পেরিয়ে গেছে ৮ ওভার। টি–টোয়েন্টির প্রেক্ষাপটে যত রান হওয়া উচিত, ততটা হয়নি ওয়েস্ট ইন্ডিজের।

তাই ডাগআউট থেকে ‘সবুজ সংকেত’ পেয়েই হয়তো হাত খুলে খেলতে চাইলেন অ্যাথানেজ। কিন্তু রিশাদ হোসেনের বলে রিভার্স সুইপ করতে গিয়ে হয়ে গেলেন বোল্ড। অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ। স্বীকৃত টি–টোয়েন্টিতে এটি রিশাদের ১০০তম উইকেট

অ্যাথানেজ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ

রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন অ্যাথানেজ

হোপের ছক্কা

ওয়েস্ট ইন্ডিজ: ১০ ওভারে ৭০/১

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের অর্ধেক শেষ। বাংলাদেশ একটির বেশি উইকেট ফেলতে না পারলেও ক্যারিবীয়দের সহজে রান করতে দিচ্ছে না। ইনিংসের দশম ওভার করেছেন নাসুম আহমেদ। তাঁর ওভারের পঞ্চম বলে ছক্কা মেরেছেন শাই হোপ। তবু এই ওভার থেকে ৮ রানের বেশি আসেনি।

টানা ৩ ডট মোস্তাফিজের

ওয়েস্ট ইন্ডিজ: ১২ ওভারে ৮২/১

আবারও বুদ্ধিদীপ্ত বোলিং মোস্তাফিজের। ওভারের প্রথম ৩ বলে ডট দেওয়ার পর শেষ ৩ বলে দিয়েছেন ৩ রান। তাঁর কাটারে ভুগছেন কিং।

২ বলে ২ উইকেট তাসকিনের

ওয়েস্ট ইন্ডিজ: ১৩ ওভারে ৮৪/৩

নিজের সর্বশেষ ওভারে ১৭ রান দেওয়া তাসকিন দারুণভাবে ঘুরে দাঁড়ালেন। টানা ২ বলে উইকেট এনে দিলেন অভিজ্ঞ পেসার।

টি–টোয়েন্টিকে ওয়ানডে বানিয়ে ফেলা কিং (৩৬ বলে ৩৩ রান) দিশেহারা হয়ে উইকেট দিয়ে এলেন। তাসকিনের পরের বলেই লিটনের হাতে ধরা পড়লেন শেরফান রাদারফোর্ড।

উইকেট শিকারের পর তাসকিনের উচ্ছ্বাস

পাওয়েলের মাইলফলক ছোঁয়া ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন রোভম্যান পাওয়েল

পাওয়েলের আগে এই মাইলফলক স্পর্শ করেছেন কাইরন পোলার্ড (১০১) ও নিকোলাস পুরান (১০৬)। দুজনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি টি–টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়া পাওয়েলের জন্য সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে।

১০০ পেরোল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ: ১৫ ওভারে ১০১/৩

বাংলাদেশের বোলারদের ওপর শাই হোপ চড়াও হতে শুরু করলেও নতুন ব্যাটসম্যান রোভম্যান পাওয়েল ধীরেসুস্থে খেলছেন। নাসুম নিজের শেষ ওভারে দিলেন মাত্র ৩ রান। এই ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০০ পেরিয়ে গেল।

নাসুমের বোলিং বিশ্লেষণ: ৪ ওভার–১৪ ডট–১৫ রান–০ উইকেট।

এবার তাসকিন দিলেন ১৫ রান

ওয়েস্ট ইন্ডিজ: ১৮ ওভারে ১২৯/৩

শেষটা ভালো হলো না তাসকিনের, দিলেন ১৫ রান। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ টি–টোয়েন্টির মেজাজে খেললেও রোভম্যান পাওয়েল যেন টেস্ট খেলতে নেমেছেন। নিজের মুখোমুখি হওয়া ২০তম বলে প্রথম বাউন্ডারির দেখা পেলেন পাওয়েল।

মোস্তাফিজের শেষ বলে পাওয়েলের ছক্কা

ওয়েস্ট ইন্ডিজ: ১৮ ওভারে ১২৯/৩

ব্যাট হাতে ভুগতে থাকা পাওয়েল অবশেষে পেলেন প্রথম ছক্কা, সেটিও বোলিং কোটা পূরণ করতে আসা মোস্তাফিজের শেষ বলে। প্রথম ৩ ওভারে ১০ রান দেওয়া ফিজ এই ওভারে দিলেন ১৪।

মোস্তাফিজের বোলিং বিশ্লেষণ: ৪ ওভার–৯ ডট–২৪ রান–০ উইকেট।

শেষ ওভারে পাওয়েলের তাণ্ডব

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৫/৩

নিজের মুখোমুখি হওয়া প্রথম ১৮ বলে নিতে পেরেছিলেন মাত্র ৯ রান। ছিল না কোনো বাউন্ডারি। কিছুতেই যেন ব্যাটে–বলে হয়ে উঠছিল না।

সেই পাওয়েল এরপর ১০ বল খেলে নিলেন ৩৫ রান। মারলেন ১ চার ও ৪ ছক্কা। এর মধ্যে ইনিংসের শেষ ওভারে তানজিম হাসানের টানা ৩ বলে মারলেন ছক্কা!

শেষ ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ নিল ৫১ রান

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শেষ ওভারে তাণ্ডব চালিয়েছেন পাওয়েল

বাংলাদেশ কি পারবে?

প্রথম টি–টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে যেতে চাইলে বাংলাদেশকে করতে হবে ১৬৬ রান। কাকতালীয়ভাবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টি–টোয়েন্টিতে পরে ব্যাট করে বাংলাদেশের সর্বোচ্চ ১৬৬!

সেটা ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে সেই ম্যাচে ২ রানে হেরে গিয়েছিল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দল।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা ইংল্যান্ডের (১৯০)। এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ ১৫৭ রান তাড়া করে জিতেছে, ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষেই।

বাংলাদেশ কি আজ পারবে?

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষে পাওয়েল জানালেন, তাঁরা বাংলাদেশকে ১৭৫ রানের লক্ষ্য দিতে চেয়েছিলেন। ১০ রান কম হয়ে গেছে।

ঝাঁপিয়ে পড়েও বল থামাতে পারেননি রিশাদ হোসেন

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৫/৩ (হোপ ৪৬*, পাওয়েল ৪৪*, অ্যাথানেজ ৩৪, কিং ৩৩; তাসকিন ২/৩৬, রিশাদ ১/৪০, নাসুম ০/১৫)।

ঝড় তোলার আভাস দিয়ে আউট তানজিদ

বাংলাদেশ: ২ ওভারে ২৩/১

উইকেটটা জেডেন সিলসের নামে লেখা থাকবে। কিন্তু পুরো কৃতিত্ব রোমারিও শেফার্ডের। অসাধারণ এক ক্যাচ নিয়ে তানজিদ হাসানকে ফেরালেন শেফার্ড। আউট হওয়ার আগে ঝড় তোলার আভাস দিয়েছিলেন বাংলাদেশ ওপেনার, ২ চার ও ১ ছক্কায় ৫ বলে করেছিলেন ১৫ রান।

দ্বিতীয় ওভারে তানজিদ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস

আউট হওয়ার পর হতাশ তানজিদ হাসান

লিটনও আউট

বাংলাদেশ: ৩ ওভারে ২৯/২

ফেরার ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ লিটন দাস। আকিল হোসেনের বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট হলেন বাংলাদেশ অধিনায়ক। পাওয়ারপ্লেতে ঝোড়ো শুরু করলেও দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

আউট হয়ে যেন ব্যাটকে দুষছেন লিটন দাস

এক ছক্কা মেরেই আউট সাইফ

বাংলাদেশ: ৫ ওভারে ৪০/৩

তানজিদ হাসান, লিটন দাসের পর সাইফ হাসান—ব্যাটিং অর্ডারের শীর্ষ ৩ ব্যাটসম্যানকেই হারাল বাংলাদেশ।

আকিল হোসেন ফুল লেংথের বলটাকে সরে সুইপ করেছিলেন সাইফ। কিন্তু টাইমিংয়ে গড়বড় করে ফেলেছেন। শর্ট ফাইন লেগে দাঁড়ানো শেফার্ড বল মুঠোবন্দী করার জন্য যেন ওত পেতে ছিলেন।

একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ। ক্যারিবীয়দের মুখে এমন হাসি লেগে থাকাই স্বাভাবিক

৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

বাংলাদেশ: ৬ ওভারে ৪২/৪

পাওয়ারপ্লেতে কয়েকটি উইকেট হারিয়ে ম্যাচ দ্রুতই প্রতিপক্ষের হাতে তুলে দেবে—বাংলাদেশের সমর্থকেরা এমন দৃশ্য দেখে দেখে অভ্যস্ত।

চট্টগ্রামেও আজ যেন সেই দৃশ্য মঞ্চস্থ করতে নেমেছে বাংলাদেশ। এবার জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে গেলেন শামীম হোসেন (৪ বলে ১ রান)।

৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। ক্রিজে নতুন দুই ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও নুরুল হাসান।

জিততে বাংলাদেশের দরকার ৮৪ বলে ১২৪ রান। প্রয়োজনীয় রানরেট ৯ ছুঁই ছুঁই।

বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা–যাওয়ার মিছিল শুরু হয়ে গেছে

পিয়েরের বলে বোল্ড নুরুল

বাংলাদেশ: ৯ ওভারে ৫৯/৫

বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা–যাওয়ার মিছিল থামছেই না। এবার খারি পিয়েরের বলে বোল্ড হলেন নুরুল হাসান (১০ বলে ৫ রান)। পিয়েরের গুড লেংথের বলটা নিচু এসেছিল। সেটিকে তিন স্টাম্প থেকে সরে গিয়ে কাট করতে চেয়েছিলেন নুরুল। কিন্তু বল ব্যাটের কিনারায় লেগে আঘাত করল অফ স্টাম্পে।

আলোকস্বল্পতায় খেলা বন্ধ

স্টেডিয়ামে থাকা প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানালেন, আলোকস্বল্পতার কারণে খেলা আপাতত বন্ধ। বাংলাদেশের দুই ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও তানজিম হাসান। মাঠেই আছেন। তবে ওয়েস্ট ইন্ডিজের সবাই চলে গেছেন ডাগআউটে। দলের প্রধান কোচ ড্যারেন স্যামির কাছে নিজেদের অসন্তোষের কথা জানাচ্ছেন খেলোয়াড়েরা।

প্রয়োজনীয় রানরেট ১০–এর ওপর

বাংলাদেশ: ১০ ওভারে ৬৩/৫

আলোকস্বল্পতায় কিছুক্ষণ বিরতির পর খেলা আবার শুরু হয়েছে।

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজনীয় রানরেট বেড়েই চলেছে। হাতে ৫ উইকেট নিয়ে শেষ ১০ ওভারে দরকার আরও ১০৩ রান। ওভারপ্রতি ১০.৩ করে রান তুলতে হবে। আপাতত বাংলাদেশের সম্ভাবনা ক্ষীণ।

আকিলের দুর্দান্ত ক্যাচের শিকার হৃদয়

বাংলাদেশ: ১৩ ওভারে ৮০/৬

ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা আজ যেন উড়ছেন! যে বল যেমনভাবে তাঁদের দিকে আসছে, সবই তাঁরা লুফে নিচ্ছেন।

এবার আকিলের দুর্দান্ত ক্যাচের শিকার হৃদয়। জেডেন সিলস ওভারের শেষ বলটা করেছিলেন স্লোয়ার বাউন্সার। হৃদয় পুল করলে বল চলে যায় শর্ট ফাইন লেগে দাঁড়ানো আকিলের কাছে। তিনি প্রথমবার দুই হাতে বল তালুবন্দী করার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর ডাইভ দিয়ে এক হাতে তালুবন্দী করেন।

৬৯ বল পর বাংলাদেশের প্রথম ছক্কা

বাংলাদেশ: ১৪ ওভারে ৯৮/৬

ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ছক্কা মেরেছিলেন সাইফ হাসান। পরের ছক্কা দেখতে বাংলাদেশ সমর্থকদের অপেক্ষা করতে হলো ৬৯ বল।

রোমারিও শেফার্ডের ওভারের তৃতীয় বলে কাউ কর্নারের ওপর দিয়ে ছক্কা মারলেন তানজিম হাসান। শেফার্ডের ওভারে তানজিম মেরেছেন আরও দুটি চার।

এই ওভারে ১৮ রান নিয়ে কিছুটা আশা জাগিয়ে তুলেছে বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করেছেন তানজিম

এবার নাসুমের চার ও ছক্কা

বাংলাদেশ: ১৫ ওভারে ১১১/৬

তানজিমের পর নাসুমের ব্যাটে জয়ের সম্ভাবনা আরেকটু জাগিয়ে তুলেছে বাংলাদেশ। নিজের শেষ ওভার করতে এসে খারি পিয়ের দিলেন ১৩ রান। নাসুম আহমেদ মারলেন একটি করে চার–ছক্কা।

জয়ের কিঞ্চিৎ সম্ভাবনা জাগিয়েছিলেন নাসুম আহমেদ

জুটি ভাঙলেন হোল্ডার

দারুণ জুটি গড়ে আশা জাগিয়েছিলেন তানজিম ও নাসুম। তবে অভিজ্ঞ জেসন হোল্ডার তানজিমকে ফিরিয়ে ভাঙলেন সেই জুটি (২৩ বলে ৪০ রান)। ৭ উইকেটে হারাল বাংলাদেশ।

তানজিম আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছেন রিশাদ হোসেন।

এবার দারুণ ক্যাচের শিকার আউট

ট্যাগ টিম ওয়ার্ক! ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের দুর্দান্ত ফিল্ডিংয়ের দিনে এতক্ষণ একক কারিশমা দেখা গেছে। এবার দেখা গেল যৌথ প্রচেষ্টা।

সিলসের বলে সাইট স্ক্রিন বরাবর ছক্কা মারতে চেয়েছিলেন নাসুম। কিন্তু বল ব্যাটের মাঝ বরাবর লাগেনি। দৌড়ে এসে পাওয়েল বল প্রায় মুঠোবন্দী করেছিলেন। কিন্তু তিনি বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন বুঝতে পেরে বলটাকে ছুঁড়ে দেন কয়েক গজ দূরে থাকা জেসন হোল্ডারের দিকে। হোল্ডার বাকি কাজ সারেন।

রিশাদকে ফেরালেন হোল্ডার, আশা ক্ষীণ বাংলাদেশের

বাংলাদেশ: ১৮ ওভারে ১৩৬/৯

৯ উইকেটের পতন। রিশাদকে ফেরালেন হোল্ডার। তাঁর আউটের পর বাংলাদেশের জয়ের আশা আর নেই বললেই চলে।

শেষ ২ ওভারে দরকার ৩০ রান। ক্রিজে দুই টেলএন্ডার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

হিট আউট তাসকিন, বাংলাদেশের হার

শেষ ওভারে দরকার ছিল ২০ রান। বোলিংয়ে আসা শেফার্ড প্রথম ৩ বলে দেন ৩ রান। চতুর্থ বলে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা মেরেছিলেন তাসকিন। কিন্তু এর আগেই করে ফেলেন বড় ভুল।

ক্রিজের একটু বেশিই ভেতরে ঢুকে গিয়ে শটটা খেলেছিলেন তাসকিন। শট খেলার আগেই তাঁর জুতা লেগেছিল স্টাম্পে। শট খেলার ঝাঁকুনিতে এরপর স্টাম্প থেকে পড়ে গেল একটি বেল।

তাসকিনের হিট আউটে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ১৬ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

চট্টগ্রামেই সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি আগামী বুধবার।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৫/৩ (হোপ ৪৬*, পাওয়েল ৪৪*, অ্যাথানেজ ৩৪, কিং ৩৩; তাসকিন ২/৩৬, রিশাদ ১/৪০, নাসুম ০/১৫)। বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪৯ (তানজিম ৩৩, হৃদয় ২৮, নাসুম ২০; হোল্ডার ৩/৩১, সিলস ৩/৩২, আকিল ২/২২)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রোভম্যান পাওয়েল। সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে এগিয়ে।
তাসকিনের হিট আউট হওয়ার মুহূর্ত

নিজের ১০০তম টি–টোয়েন্টিতে ম্যাচসেরা পাওয়েল

ম্যাচসেরার পুরস্কার হাতে রোভম্যান পাওয়েল