সমর্থক ও সংবাদমাধ্যমকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন শ্রীরাম
সমর্থক ও সংবাদমাধ্যমকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন শ্রীরাম

শ্রীরামের চোখে ধরা পড়ছে ‘অনেক উন্নতি’, সমর্থক-সংবাদমাধ্যমকে পাশে থাকতে অনুরোধ

টি–টোয়েন্টি ক্রিকেটে দলের অবস্থা নিয়ে একটা কথা বাংলাদেশের খেলোয়াড়েরা এখন খুব বলছেন—প্রক্রিয়াটা ঠিক থাকলেই হলো, জয় একসময় আসবেই। আসলেই কি ঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ? এশিয়া কাপে প্রথম পর্বের দুই ম্যাচের একটিতেও জিততে পারেনি সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেও হার।

এরপরও বাংলাদেশের খেলায় উন্নতির ছাপ দেখছেন দলের টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম। দেশকে গর্ব করার মতো কিছু এনে দিতে সাকিব–মিরাজদের চেষ্টার কোনো কমতিও দেখছেন না তিনি। দলের বর্তমান অবস্থায় সমর্থক ও সংবাদমাধ্যমকে পাশে থাকার অনুরোধও করেছেন এ ভারতীয় কোচ।

ত্রিদেশীয় সিরিজে আগামীকাল স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলতে নামবেন সাকিবরা। এর আগে আজ বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় শ্রীরাম বলেছেন, ‘উন্নতি অনেক হয়েছে। আমাদের মিডল অর্ডার অনেক উন্নতি দেখিয়েছে। (ইয়াসির আলী) রাব্বি সেদিন হারিস রউফকে যেভাবে খেলেছে, এ ছাড়া নুরুল যেভাবে ট্রেন্ট বোল্টকে খেলেছে; এসব অবশ্যই ইতিবাচক। তারা বিশ্বের সেরা বোলারদের মধ্যে আছে।’

ক্রাইস্টচার্চে বাংলাদেশের অনুশীলন

বাংলাদেশের পেস বোলাররাও যে আগের চেয়ে উন্নতি করেছেন, দলের টেকনিক্যাল কনসালট্যান্টের দাবি এমন, ‘পেস বোলাররা এখন আরও ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে। তাসকিন প্রথম ম্যাচে যেভাবে বোলিং করেছে, শরীফুল (ইসলাম) দ্বিতীয় ম্যাচে দলে এসে ফিন অ্যালেনের বিপক্ষে হার্ড লেংথে বল করেছে, চোট কাটিয়ে ফিরে হাসান (মাহমুদ) দুই ম্যাচে ভালো বল করেছে। এগুলো সবই ইতিবাচক দিক।’

ফিজ দু–একটি ব্যাপার নিয়ে কাজ করছে। সে শক্তভাবেই ঘুরে দাঁড়াবে।
শ্রীধরন শ্রীরাম

পেস বোলিংয়ে উন্নতি চোখে পড়লেও মোস্তাফিজুর রহমানকে নিয়ে অবশ্যই দুশ্চিন্তা থাকার কথা বাংলাদেশ দলের টেকনিক্যাল পরামর্শকের। দলের মূল পেসারের সাম্প্রতিক সময়ের ফর্মটা সুবিধার যাচ্ছে না মোটেও। শ্রীরাম অবশ্য আশার কথা শোনালেন এ বাঁহাতি পেসারকে নিয়েও, ‘ফিজ দু–একটি ব্যাপার নিয়ে কাজ করছে। সে শক্তভাবেই ঘুরে দাঁড়াবে। ইবাদত (হোসেন) ও সাইফও (মোহাম্মদ সাইফউদ্দিন) তাদের সুযোগ পাবে।’

বাংলাদেশের খেলোয়াড়দের উন্নতি করার তীব্র ইচ্ছার কথা উল্লেখ করে শ্রীরাম বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি, দেশের জন্য গৌরব বয়ে আনতে ছেলেরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের এই দলের মূল্যবোধগুলোর একটি হলো, বাংলাদেশকে গর্বিত করা ও সমর্থকদের জন্য জয় এনে দেওয়া।’

এ সময়ে সমর্থক ও সংবাদমাধ্যমকে পাশে থাকতে বলেছেন শ্রীরাম, ‘সব সমর্থক ও মিডিয়াকে আমি অনুরোধ করছি, আমাদের পাশে থাকুন। এটা দেশের ব্যাপার, সবার আবেগের ব্যাপার। আমি চাই ধৈর্য ধরে রাখতে। মৌলিক একটা স্কোয়াড আমরা পেয়ে গেছি, যারা ভবিষ্যতে ভালো করবে। বিশ্বকাপের অপেক্ষায়ও আছি আমরা। সবকিছুর উত্তর পাব আমরা, দল ঠিক করে ফেলব। যে ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলব, নিশ্চিতভাবেই বাংলাদেশকে আমরা গর্ব উপহার দেব।’