৫৯ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। আজ আবুধাবিতে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে
৫৯ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। আজ আবুধাবিতে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে

বাংলাদেশের ছক্কার রাজাও এখন লিটন

ছক্কা মারার চেষ্টার চেয়ে স্মার্ট ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়া দরকার—এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামার আগে এমনটা বলেছিলেন লিটন দাস। নিজের সেই কথার বাস্তবায়ন ঘটাতেই হয়তো গতকাল হংকংয়ের বিপক্ষে জয় অনেকটা নাগালে না আসা পর্যন্ত ছয় মারার চেষ্টাই করলেন না। জয় থেকে মাত্র ২০ রান দূরে থাকতে প্রথম বড় শটের চেষ্টা করলেন লিটন। ইয়াসিন মুর্তজার বলে সেই শটে ছক্কা হয়। আর তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছক্কার রাজা এখন লিটন।