Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিমের মধ্যে আন্দ্রে রাসেলের ছায়া দেখতে পাচ্ছেন শেন ওয়াটসন

ওয়াসিম জুনিয়রকে পাকিস্তানের আন্দ্রে রাসেল বানাতে চান ওয়াটসন

পিএসএলে কাল লাহোর কালান্দার্সের বিপক্ষে শেষ বলে ছক্কা মেরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে জিতিয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। এই জয়ে প্লে–অফেও জায়গা করে নিয়েছে তাঁর দল। ৪ ওভার বোলিং করে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ২ বলে ৭ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখা এই পেস বোলিং অলরাউন্ডারকে প্রশংসায় ভাসিয়েছেন কোয়েটার প্রধান কোচ শেন ওয়াটসন।

শেষ ওভারে জয়ের জন্য কোয়েটার প্রয়োজন ছিল ১৫ রান। শাহিন আফ্রিদির প্রথম বলেই আউট হয়ে ফেরেন লরি ইভান্স। উইকেটে এসে প্রথম বলে ১ রান নেন ওয়াসিম। এরপর টানা ২ বলে চার মারেন সৌদ শাকিল। পরের বলে তিনি ১ রান নিলে স্ট্রাইক চলে যায় ওয়াসিম জুনিয়রের কাছে। প্রথম ৫ বলে ১০ রান নেওয়া কোয়েটার শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫। ওয়াসিম ছক্কা মেরে দলকে জিতিয়েছেন।

Also Read: ‘ক্রিকেট ছেড়ে নাটক করো’—আবদুল্লাহ শফিককে বললেন ওয়াসিম আকরাম

ম্যাচ শেষে কোয়েটার অস্ট্রেলিয়ান কোচ ওয়াসিমকে নিয়ে বলেছেন, ‘আমরা সেই প্রথম ম্যাচ থেকেই মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে কথা বলে আসছি। তার চোখ আর হাতের সমন্বয়টা অসাধারণ। এর সঙ্গে আছে শক্তি। তাই তার শুধু দাঁড়িয়ে যাওয়া প্রয়োজন এবং নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে সে মারতে পারে।’

মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে কথা বলার এক পর্যায়ে ওয়াটসন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সঙ্গে তাঁর তুলনা টেনেছেন এভাবে, ‘ব্যাট হাতে তার যে স্কিল আর পাওয়ার আছে, সেটা কাজে লাগিয়ে আমরা তাকে পাকিস্তানের আন্দ্রে রাসেল বানানোর বিষয়ে কথা বলে আসছি।’

ওয়াটসন এরপর যোগ করেন, ‘বল হাতে তার কী আছে, সেটা আমরা এরই মধ্যে জানি। আর আমরা ফিল্ডিংয়ে তার অসাধারণ অ্যাথলেটসুলভ মুভমেন্ট দেখেছি।’

Also Read: জয়সোয়ালের ১২ ছক্কায় ফিরলেন শেখুপুরার ওয়াসিম আকরাম