Thank you for trying Sticky AMP!!

ভারতের কাছে হারের পর হতাশ পাকিস্তান দলের খেলোয়াড়েরা। কিন্তু এই হারের জন্য অসুস্থতাকে দুষছেন না শাদাব

অসুস্থতায় অজুহাত খুঁজছেন না শাদাবরা

বিশ্বকাপে পাকিস্তানের মাঠের পারফরম্যান্স যাচ্ছেতাই। মাঠের বাইরেও দলটার অবস্থা খুব একটা ভালো নয়। বেশ কয়েকজন খেলোয়াড় বিশ্বকাপের মধ্যে অসুস্থ হয়েছেন। যেটির প্রভাব পড়েছে পুরো দলের পারফরম্যান্সে। আহমেদাবাদে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপর্যয়ের শুরু পাকিস্তান দলের। সেই ম্যাচের আগে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনকি বেঙ্গালুরুতেই অসুস্থ হয়েছেন কোনো কোনো খেলোয়াড়। ফখর জামানের মতো ব্যাটসম্যান এখনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। জ্বরে আক্রান্ত হওয়ায় আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন না পেসার হাসান আলী। তাহলে বিশ্বকাপ যাত্রা কি হারের যাত্রাই হয়ে থাকবে পাকিস্তানের জন্য!

Also Read: ভালো খেলছি না, সমালোচনা তো হবেই—বললেন শাদাব

পাকিস্তানি দলের সহ–অধিনায়ক শাদাব খান

নেদারল্যান্ডস আর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুটি ম্যাচে জিতে রীতিমতো উড়ছিল পাকিস্তান। কিন্তু আহমেদাবাদে ভারতের বিপক্ষে ম্যাচেই ভোজবাজির মতো বদলে গেল দৃশ্যপটটা। ভালো শুরুর পরও ভারতের বিপক্ষে ব্যাটিং–বিপর্যয় দেখেছে পাকিস্তান। গুটিয়ে গিয়েছিল ১৯১ রানে। এরপর অস্ট্রেলিয়ার কাছে মোটামুটি লড়াই করেও হার। তবে পাকিস্তান দলকে একেবারে শেষ করে দিয়েছে আফগানিস্তানের কাছে ৮ উইকেটের হারটি। ৫০ ওভারের ক্রিকেটে এই প্রথম পাকিস্তানকে হারাল আফগানিস্তান। পাকিস্তানি ক্রিকেটের অহমেই বড় ধাক্কা দিয়েছেন আফগানরা।

শাদাবকে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কথা বলতে হলো এসব নিয়েই। বিশ্বকাপটা পাকিস্তান দলের ‘হার-যাত্রা’ কি না, এমন প্রশ্নে শাদাবের উত্তরটা এমন, ‘যখন কোনো দল হারতে থাকে, তখন দলের মধ্যকার ছোটখাটো সমস্যাগুলোই বড় হয়ে দেখা দেয়। দলের মধ্যে যেকোনো খেলোয়াড়ই অসুস্থ হয়ে পড়তে পারে। ছোটবেলায় আমরা জ্বর নিয়েও অনেক ম্যাচ খেলেছি।’

Also Read: পাকিস্তান দলে সবাইকে এক চোখে না দেখার অভিযোগ শেহজাদের

শাদাব মনে করেন বিশ্বকাপে দল হিসেবেই ভালো করতে পারছে না পাকিস্তান, ‘দল হিসেবেই আমরা খারাপ করছি। এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। কাল থেকে (শুক্রবার) আমাদের বাঁচামরার লড়াই শুরু। নিজেদেরকে ছাপিয়ে গিয়ে হলেও এই ম্যাচগুলো আমাদের জিততে হবে।’

Also Read: কেন নতুন সাকলায়েন–আজমল পাচ্ছে না পাকিস্তান