অনুশীলনের ফাঁকে হাসতে তো মানা নেই, নেই ছবি তোলার জন্য পোজ দিতেও। লিটন দাস ক্যামেরাবন্দী হলেন হাসিমুখেই
অনুশীলনের ফাঁকে হাসতে তো মানা নেই, নেই ছবি তোলার জন্য পোজ দিতেও। লিটন দাস ক্যামেরাবন্দী হলেন হাসিমুখেই

শেরেবাংলায় অনুশীলনে লিটনদের মুখে হাসি

সামনে এশিয়া কাপ। এবার হবে টি–টোয়েন্টি সংস্করণে। সেই টুর্নামেন্টের প্রস্তুতিই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিচ্ছে বাংলাদেশ দল। আজকের ফটো ফিচার লিটন দাসদের অনুশীলন নিয়েই।

মুশতাক আহমেদ না রিশাদ হোসেন, হাসির কথাটা কে বলেছেন?
‘শটটা এই ভাবে খেলতে হবে’—লিটন দাসকে কি সেটিই বলছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স?
অনুশীলনের ফাঁকে অধিনায়ক লিটন দাসের সঙ্গে জাকের আলীর গল্প
এক না দুই, নেটে কোন গার্ড নিলেন জাকের আলী
অনুশীলনের ফাঁকে হাসতে তো মানা নেই, নেই ছবি তোলার জন্য পোজ দিতেও। লিটন দাস ক্যামেরাবন্দী হলেন হাসিমুখেই
মোস্তাফিজুর রহমান ‘সিরিয়াস’! পেস বোলিং কোচ শন টেইটও মনোযোগী মোস্তাফিজে। আরেক পেসার খালেদ আহমেদ অবশ্য অতটা গম্ভীর হতে পারলেন না
নেটে যাচ্ছেন, না আসছেন নাজমুল হোসেন?.
বলটাকে নিয়ে একটু কসরত বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের
রেডি, ১, ২, ৩...। দৌড়ের জন্য প্রস্তুত বাংলাদেশের খেলোয়াড়েরা
লাইন ধরে বোলিং আসো, বোলারদের কী সেটিই বলা হচ্ছে