
আইপিএলে আজ শুধু খেলাই হবে। কেউ হয়তো ভ্রু কুঁচকে জিজ্ঞেস করতে পারেন, খেলাই তো হওয়ার কথা। আর কী হওয়ার ছিল?
আইপিএলে দুটি দল ব্যাট-বলে লড়াই করে। মাঠে আসা দর্শকদের আসল বিনোদন খেলোয়াড়েরাই দেন। তবে সেই বিনোদনের মাত্রা বাড়িয়ে তুলতে গ্যালারির সামনে থাকেন চিয়ারলিডার, ইনিংস বিরতিতে ও ম্যাচ শেষে ফোটানো হয় আতশবাজি। তবে প্রতিদিনের মতো আজ আইপিএলে চিয়ারলিডার থাকছে না। ফোটানো হবে না আতশবাজিও। বরং পুরো ম্যাচের শুরু, শেষ মিলিয়ে থাকবে শোকের আবহ।
আজ আইপিএলে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ানস। এই ম্যাচে চিয়ারলিডার ও আতশবাজি না থাকার বিষয়ে জানিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে, আজকের ম্যাচে চিয়ারলিডার বা আতশবাজি থাকবে না। খেলোয়াড় ও আম্পায়াররা কালো বাহুবন্ধনী পরবেন। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করা হবে।’ একই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও বার্তা সংস্থা পিটিআই।
আইপিএল ম্যাচে চিয়ারলিডার ও আতশবাজি না রাখার কারণ কাশ্মীরে হামলায় আক্রান্তদের সঙ্গে সহমর্মিতা জ্ঞাপন। মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে, এ হামলায় ২৬ জন মারা গেছেন। হামলার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াসহ অনেকেই।
হামলায় শোক প্রকাশের অংশ হিসেবে আইপিএলে এক দিনের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিসিসিআই। এর মধ্যে থাকবে ম্যাচের শুরুতেই এক মিনিটের নীরবতা পালন, যা স্টেডিয়ামের মাইকে সবাইকে জানিয়ে দেওয়া হবে। টসের সময় এ নিয়ে কথা বলবেন হায়দরাবাদ ও মুম্বাইয়ের অধিনায়ক।
খেলোয়াড় ও আম্পায়ারদের পাশাপাশি ম্যাচ অফিশিয়ালস, ধারাভাষ্যকার ও সাপোর্ট স্টাফদেরও কালো বাহুবন্ধনী পরতে বলা হয়েছে। এ ছাড়া ধারাভাষ্যকারদের বলা হয়েছে, তাঁরা যেন পেহেলগাম হামলা এবং কালো বাহুবন্ধনীর বিষয়ে দর্শকদের অবহিত করেন।