ভারতের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কার
ভারতের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কার

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরা ও কার

ব্যক্তিগত পারফরম্যান্সে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন যশপ্রীত বুমরা ও অ্যামেলিয়া কার। সেটারই স্বীকৃতি পেলেন দুজন।

প্রথমবারের মতো আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতীয় ফাস্ট বোলার বুমরা। জিতলেন স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কার প্রথমবারের মতো নারীদের বর্ষসেরা হলেন। তিনি জিতেছেন র‍্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি।

আজ মঙ্গলবার ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ও নারী ক্রিকেটার হিসেবে বুমরা ও কারের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংবাদমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে তাঁরা নির্বাচিত হয়েছেন।

বর্ষসেরা হওয়ার লড়াইয়ে বুমরা পেছনে ফেলেছেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান জো রুট ও হ্যারি ব্রুক এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেডকে। কার হারিয়েছেন শ্রীলঙ্কা নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে।

ভারতের প্রথম পেসার হিসেবে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরা

পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন যশপ্রীত বুমরা। তবে দেশটির পেসারদের মধ্যে তিনিই প্রথম। ‘ক্রিকেটের অস্কার’ খ্যাত এই পুরস্কার দেওয়া শুরু ২০০৪ সাল থেকে। প্রথমবারই জিতেছিলেন ভারতের রাহুল দ্রাবিড়। এরপর ২০১০ সালে শচীন টেন্ডুলকার, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন এবং ২০১৭ ও ২০১৮ সালে জেতেন বিরাট কোহলি। নারীদের বর্ষসেরা পুরস্কার ২০০৬ সাল থেকে দেওয়া হলেও অ্যামেলিয়া কারই নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার, যিনি এই স্বীকৃতি পেলেন।

২০২৪ সালে পুরুষদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছেন ৩১ বছর বয়সী বুমরা; ২৪ বছর বয়সী কার হয়েছেন নারীদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার।

গত বছর অবিশ্বাস্য বোলিং করেছেন বুমরা। ব্যাটসম্যানদের মনে ত্রাস ছড়িয়ে তিন সংস্করণ মিলিয়ে ২১ ম্যাচে নিয়েছেন সর্বোচ্চ ৮৬ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা; বুমরার চেয়ে ২২টি কম।

ভারতকে গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন বুমরা

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় অবদান রেখেছেন বুমরা; হয়েছেন টুর্নামেন্টসেরাও। সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও পেয়েছেন সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। সেই সিরিজেই বিশ্বের প্রথম বোলার হিসেবে ২০-এর কম গড়ে ২০০ টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন।

টেস্টে গত বছরের শীর্ষ উইকেটশিকারিও বুমরা। ৭১ উইকেট নিতে খেলেছেন ১৩ ম্যাচ। দুইয়ে থাকা গাস অ্যাটকিনসনের চেয়ে ১৯ উইকেট বেশি তাঁর। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে বুমরা গত বছর ৩৫৭ ওভার বল করেছেন। দ্রুত রান তোলার এই যুগেও তাঁর ইকোনমি রেট ২.৯৬। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বুমরা বছর শেষ করেছেন ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে। অশ্বিনকে পেছনে ফেলে ভারতীয় বোলারদের মধ্যে এই সংস্করণে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জনের নতুন রেকর্ড গড়েছেন।

২০২৪ সালে অ্যামেলিয়া কার ব্যাট-বলে দারুণ ধারাবাহিক ছিলেন। এই লেগ স্পিন অলরাউন্ডার গত বছর ১৮ টি-টোয়েন্টি ম্যাচে করেন ৩৮৭ রান। উইকেট শিকার করেন ২৯টি, যা মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ। আর ওয়ানডেতে ৯ ম্যাচে করেছেন ২৫৭ রান, উইকেট নিয়েছেন ১৪টি।

গত বছর নিউজিল্যান্ডকে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় অবদান রেখেছেন অ্যামেলিয়া কার

নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন কার। আসরে ৬ ম্যাচে ২৭ গড়ে করেন ১৩৫ রান। বোলিংয়ে ওভারপ্রতি ৪.৮৫ রান দিয়ে নেন ১৫ উইকেট, যা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড।

দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল জয়ের মূল কারিগর ছিলেন কার। ৪টি চারে ৩৮ বলে ৪৩ রান করার পাশাপাশি ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। ফাইনাল-সেরার পাশাপাশি টুর্নামেন্টেসেরার পুরস্কারও উঠে তাঁর হাতে।