জিম্বাবুয়ের মাসেকেসা (বাঁয়ে) বাংলাদেশের রিশাদের বোলিং অনুসরণ করেন
জিম্বাবুয়ের মাসেকেসা (বাঁয়ে) বাংলাদেশের রিশাদের বোলিং অনুসরণ করেন

রিশাদকে দেখেও শিখছেন জিম্বাবুয়ের বোলার

বাংলাদেশে লেগ স্পিনার খুঁজে পাওয়াই বেশ দুরূহ। লম্বা সময় ধরে এ নিয়ে আফসোসও কম ছিল না। অথচ সেই বাংলাদেশ দলেরই এক লেগ স্পিনারকে কিনা অনুকরণ করেন ভিনদেশি এক বোলার! জিম্বাবুয়ের হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা ভিনসেন্ট মাসেকেসা আজ বলছেন তেমন কথাই।

আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার বল করতে নেমেই আলো কেড়েছেন মাসেকেসা। আজ চট্টগ্রাম টেস্টে ফিরিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন, জাকের আলী আর নাঈম হাসানকে। তিন উইকেট নিয়ে দিন শেষের সংবাদ সম্মেলনেও এসেছিলেন মাসেকেসা।

অভিষেক টেস্ট খেলতে নামা এই লেগ স্পিনারের কাছে প্রশ্ন ছিল, কাকে তিনি আদর্শ মানেন?

উত্তরে এল অনেকের নাম, কিন্তু শেষটা বলে হেসে ফেললেন তিনি, হাসলেন উপস্থিত সাংবাদিকেরাও, ‘আমি সব সময়ই লেগ স্পিনের বড় ভক্ত—শেন ওয়ার্ন, জিম্বাবুয়ের বেশির ভাগ স্পিনার। বেড়ে ওঠার সময় গ্রায়েম ক্রেমারকে অনুসরণ করতাম। ইংল্যান্ডের আদিল রশিদ, ভারতের চাহাল, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এমনকি বাংলাদেশের রিশাদের বোলিং দেখেও আমি মুগ্ধ হই। আমি তাঁদের বোলিং অনেক দেখি আর চেষ্টা করি শিখতে।’

অভিষেক টেস্ট খেলতে নামা মাসেকেসা এখন পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন

২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৭১ উইকেট নেওয়া লেগ স্পিনার মাসেকেসা এর আগে কোনো সংস্করণেই জিম্বাবুয়ের হয়ে খেলেননি। নাজমুলকে ফিরিয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন প্রথম উইকেট।

সেই অনুভূতি জানাতে গিয়ে জিম্বাবুয়ের এই বোলার বলেন, ‘আমি খুবই খুশি। এটা আমার জন্য বিশেষ একটা মুহূর্ত। ওই সময়েই প্রথম উইকেট পাব, তা ভাবিনি। কিন্তু আমার কাছে এর মানে অনেক বড়। জিম্বাবুয়ের হয়ে টেস্টে প্রতিনিধিত্ব করা অনেক বড় সুযোগ, আমি সত্যিই খুশি।’

মাসেকেসার তিন উইকেটে কিছুটা হলেও স্বস্তি নিয়ে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। ১১৮ রানের উদ্বোধনী জুটি হওয়ার পর বাংলাদেশের রানটা বেশ বড় হবে বলেই মনে হচ্ছিল। তবে স্বাগতিকরা দিন শেষ করেছে ৭ উইকেটে ২৯১ রান করে, এগিয়ে আছে ৬৪ রানে।

নিজের অভিষেক টেস্টে ভালো বোলিং করতে পেরে খুশি মাসেকেসা

কাল তৃতীয় দিনে ম্যাচের লাগাম আরও শক্তভাবে ধরতে চায় জিম্বাবুয়ে। মাসেকেসা বলেছেন, ‘বাংলাদেশ ভালো খেলছে, সন্দেহ নেই। কিন্তু আমরাও ম্যাচে ভালোভাবেই আছি। কাল নিয়ন্ত্রণটা আরও বেশি করে নিজেদের হাতে নিতে আমরা লড়াই করব।’