রংপুর দল
রংপুর দল

বিপিএল: ১৮ রান করে আউট মিরাজ, জিততে লাগবে আরও ১৮

সিলেট: ১৫ ওভারে ৮১/৪

এলিমেনটরে জিততে শেষ ৫ ওভারে ৩১ রান করতে হবে সিলেটকে। উইকেটে আছেন স্যাম বিলিংস ও মেহেদী হাসান মিরাজ। দুজনে এখন পর্যন্ত ৩৭ রানের জুটি গড়েছেন।

আলিসের দারুণ বোলিং

সিলেট: ৮ ওভারে ৪৪/৪

সিলেটের চাপ বাড়ল। ৪৪ রানেই ৪ উইকেট হারাল দলটি। এবার আলিস আল ইসলামের দুর্দান্ত বলে বোল্ড হয়েছেন আফিফ। ২ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আলিস।

আরিফুলও আউট

১৭ রান করে নাহিদ রানার বলে আউট হয়েছেন আরিফুল। ৭ ওভারে ৪২ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে সিলেট। লক্ষ্য বড় না হলেও কিছুটা চাপেই পড়েছে সিলেট।

ভালো বোলিং করছেন নাহিদ

ফিরলেন পারভেজ

সিলেট: ৫.৩ ওভারে ৩৮/২

প্রথম উইকেট হারানোর পর আরিফুল ইসলামকে নিয়ে সাবলীলভাবে এগোচ্ছিলেন পারভেজ হোসেন। তবে ১২ বলে ১৮ রান করে আলিস আল ইসলামের বলে আউট হয়েছেন পারভেজ।

শুরুতেই উইকেট হারাল সিলেট

সিলেট: ১ ওভারে ৩/১

প্রথম ওভারেই উইকেট হারাল সিলেট। ইনিংসের চতুর্থ বলে ফিরে গেছেন তৌফিক খান। ২ রান করা তৌফিককে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান।

১১১ রানে থামল রংপুর 

রংপুর: ২০ ওভারে ১১১/৯

বিপিএলের এলিমিনেটর ম্যাচে সিলেটের বিপক্ষে অল্পতেই থেমে গেছে রংপুর। নিয়মিত উইকেট হারানো রংপুর ২০ ওভারে শেষে করে মাত্র ১১১ রান। সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদের মধ্যে ৩০ রান করেন খুশদিল শাহ। সিলেটের হয়ে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন খালেদ আহমেদ। ২টি করে উইকেট নেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ।

রংপুরের দলীয় ১০০

রংপুর: ১৭ ওভারে ১০০/৬

ধুঁকতে থাকা ম্যাচে কোনোরকমে দলীয় এক শ রান করেছে রংপুর। উইকেটে আছেন ১৭ রান করা নুরুল হাসান ও ৩ রান করা ফাহিম আশরাফ।

ফিরলেন মাহমুদউল্লাহ

রংপুর: ১৫.৫ ওভারে ৯৪/৬।

১৬তম ওভারে নাসুমের বলে আউট হয়ে ফিরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৬ বলে ৩৩ রান করেছেন তিনি।

খুশদিলকে তুলে নিলেন নাসুম

রংপুর: ১২ ওভারে ৬৩/৫।

১২তম ওভারে নাসুমের বলে ক্যাচ দিয়ে ফিরলেন খুশদিল। ১৯ বলে ৩০ রান করেছেন তিনি।

ক্রিজে মাহমুদউল্লাহ ও নুরুল হাসান।

আবারও উইকেট, এবার মায়ার্স

রংপুর: ৯ ওভারে ৫০/৪

পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে না পারার চাপ কাটাতে সপ্তম ওভারে সালমান ইরশাদকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলেন ১৩ বলে ৮ রান করা মায়ার্স।

ক্রিজে খুশদিলের (২১) সঙ্গে নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ (১১)।

২৯ বল পর প্রথম বাউন্ডারি

রংপুর: ৬ ওভারে ২৯/৩

ক্রিস ওকসের করা পঞ্চম ওভারের শেষ বলে কাভার দিয়ে চার মারেন রংপুরের কাইল মায়ার্স। রংপুরের ইনিংসে এটা প্রথম বাউন্ডারি (২৯ বল পর)। পাওয়ার প্লের (ষষ্ঠ) শেষ ওভারে সিলেটের স্পিনার মঈন আলীকে ছক্কা মারেন খুশদিল।

মায়ার্স ৮ ও খুশদিল ১১ রানে অপরাজিত।

টানা তিন ওভারে নেই ৩ উইকেট, এবার লিটন

রংপুর: ৪ ওভারে ১৩/৩।

দ্বিতীয় ওভারে তাওহিদ হৃদয়, তৃতীয় ওভারে ডেভিড মালান এবং চতুর্থ ওভারে অধিনায়ক লিটন দাসকে হারাল রংপুর রাইডার্স। খালেদের বলে উইকেটকিপার পারভেজকে ক্যাচ দিয়ে ফিরেছেন ৪ বলে ১ রান করা লিটন।

ক্রিজে নতুন দুই ব্যাটসম্যান কাইল মায়ার্স ও খুশদিল শাহ।

পাওয়ার প্লেতে ২ উইকেট নিয়েছেন সিলেটের পেসার খালেদ

ফিরলেন তাওহিদ হৃদয় ও মালান

রংপুর: ৩ ওভারে ৯/২

ইনিংসের শুরুতেই ফিরে গেছেন রংপুরের ওপেনার তাওহিদ হৃদয় ও ডেভিড মালান। ৬ বলে ৪ রান করা হৃদয়কে ফিরিয়েছেন পেসার খালেদ আহমেদ। আর ৯ বলে ৪ রান করা মালানকে ফিরিয়েছেন পেসার ক্রিস ওকস।

সিলেট একাদশ

তাওফিক খান, পারভেজ হোসেন, আরিফুল ইসলাম, স্যাম বিলিংস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মঈন আলী, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ।

রংপুর একাদশ

তাওহিদ হৃদয়, ডেভিড মালান, লিটন দাস, কাইল মায়ার্স, খুশদিল শাহ, নুরুল হাসান, মাহমুদউল্লাহ, ফাহিম আশরাফ, নাহিদ রানা, আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমান

টস

টসে জিতেছেন সিলেট টাইটানস অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দলে চারটি পরিবর্তনের কথা জানিয়েছেন মিরাজ। রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস তাঁর দলে দুটি পরিবর্তনের কথা জানিয়েছেন।

টসে দুই দলের অধিনায়ক

স্বাগতম

বিপিএলে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি সিলেট টাইটানস। এই ম্যাচে হেরে যাওয়া দল বাদ পড়বে ফাইনালে ওঠার দৌড় থেকে। জয়ী দল উঠবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

বিপিএলে প্লে অফে ওঠা চারটি দলের সর্বশেষ অবস্থা জানতে ক্লিক করুন নিচের লিংকে:

রাজশাহী না চট্টগ্রাম—আজ ফাইনালে যাবে কোন দল