ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর
ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর

ভারতের কোচকে হত্যার হুমকি দিয়ে মেইল

মেরে ফেলার হুমকি পেয়েছেন ভারত ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। ‘আইএসআইএস কাশ্মীর’ নামের একটি সংগঠন ভারতের বর্তমান কোচ ও বিজেপির সাবেক সংসদ সদস্য গম্ভীরকে মেইল বার্তায় হত্যার হুমকি দেয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই আজ জানিয়েছে এই খবর।

হুমকি পাওয়ার পর ভারতের রাজধানী দিল্লির রাজিন্দরনগর পুলিশ স্টেশন ও ডিসিপি সেন্ট্রাল দিল্লিকে জানিয়েছেন গম্ভীর। তাঁর অভিযোগ এফআইআর হিসেবে নিতেও অনুরোধ করেন ভারতের সাবেক এই ওপেনার।

গম্ভীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাঁর ও তাঁর পরিবারকে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। দিল্লি পুলিশ চটজলদিই ব্যবস্থা নিয়েছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে ও এরই মধ্যে গম্ভীরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানায়নি পুলিশ।

রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে ভারতের কোচ গৌতম গম্ভীর

গম্ভীরকে হুমকি দিয়ে প্রথম মেইল বার্তাটি পাঠানো হয় গত মঙ্গলবার বিকেল। পরে সন্ধ্যায় আবার দেওয়া হয় হুমকি। দুটি বার্তাতেই ‘আমি তোমাকে খুন করব’—এই কথা লেখা ছিল।

গম্ভীর অবশ্য এবারই প্রথম এমন হুমকি পেলেন না। এর আগে ২০২১ সালের নভেম্বরে সংসদ সদস্য থাকা অবস্থাতেই এমন মেইল পেয়েছিলেন।

গম্ভীর হুমকি পাওয়ার দিনই ভারতের কাশ্মীরের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৬ জন। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে শোক প্রকাশ করেন লেখেন, ‘হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা। দায়ীদের চরম মূল্য দিতে হবে।’