এক পায়ে ভর দিয়ে অপরাজিত ২০১! ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল
এক পায়ে ভর দিয়ে অপরাজিত ২০১! ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল

ওয়ানডে থেকে অবসর নিলেন ‘সর্বকালের সেরা ইনিংস’ খেলা ম্যাক্সওয়েল

ওয়ানডেতে সর্বকালের সেরা ইনিংস কোনটি?

আগে যত নামই এসে থাকুক, ২০২৩ বিশ্বকাপের পর থেকে বেশির ভাগ মানুষের উত্তর—গ্লেন ম্যাক্সওয়েল। ৩৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার আজ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ৫০ ওভারের ক্রিকেট ছাড়লেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ম্যাক্সওয়েল।

আজ সোমবার ‘ফাইনাল ওয়ার্ড পডকাস্ট’কে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি তাঁকে বলেছি, ‘‘আমার মনে হয় না আমি সেই (২০২৭) বিশ্বকাপে খেলতে পারব। এখন সময় হয়েছে আমার জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়ার, যেন তারা সেটি নিজের করে নিতে পারে।’’ আশা করি, তারা যথেষ্ট সময় পাবে, সেই ভূমিকাটা ধরে রাখার জন্য।’

২০১২ সালে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ম্যাক্সওয়েল। গত ১৩ বছরে খেলেছেন ১৪৯টি ওয়ানডে। রানসংখ্যা খুব বেশি নয়, ৩৩.৮১ গড়ে ৩৯৯০। এ ছাড়া ডানহাতি অফ স্পিনে নিয়েছেন ৭৭ উইকেট। তবে দুটি বিশেষ অর্জন নিয়েই ওয়ানডে ক্যারিয়ারে ইতি টেনেছেন ম্যাক্সওয়েল।

তাঁর স্ট্রাইক রেট ১২৬.৭০, ওয়ানডে ইতিহাসে ন্যূনতম দুই হাজার রান করা আর কোনো ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১১৭.০৫–এর ওপর নেই।

বেশির ভাগ সময় ফিনিশার হিসেবে খেলা ম্যাক্সওয়েলের সেঞ্চুরি আছে চারটি, যার মধ্যে আছে সবচেয়ে বিখ্যাত ২০২৩ বিশ্বকাপে মুম্বাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ২০১ রানের অপরাজিত ইনিংস। সেটি ছিল ওয়ানডে ইতিহাসে রান তাড়ায় প্রথম ডাবল সেঞ্চুরি, নন–ওপেনারদের মধ্যেও প্রথম।

আফগানিস্তানের বিপক্ষে সেই স্মরণীয় ইনিংসটি খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে।

অস্ট্রেলিয়ার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার পথে ম্যাক্সওয়েল অবিশ্বাস্য ইনিংসটি খেলেছিলেন ৬ নম্বরে নেমে। আফগানিস্তানের ২৯২ রান তাড়ায় অস্ট্রেলিয়া ৯১ রানে হারিয়ে ফেলেছিল ৭ উইকেট। সেখান থেকে প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে ক্র্যাম্পের কারণে এক পায়ে খেলেই মাঠ ছেড়েছিলেন দলকে ৩ উইকেটে জিতিয়ে। ওই জয়েই সেমিফাইনালে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া, শেষ পর্যন্ত জেতে নিজেদের ষষ্ঠ শিরোপাও।

অনেকের চোখেই সার্বিক দিক বিবেচনায় ম্যাক্সওয়েলের ওই ইনিংসটিই ওয়ানডের ইতিহাসের সেরা। অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্সই যেমন বলেছিলেন, ‘এটি সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস।’ ওয়ানডের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলকারও ম্যাক্সওয়েলের ইনিংসটিকে নিজের দেখা সেরা ওয়ানডে ইনিংস বলে অভিহিত করেছিলেন।